দিনাজপুর, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে আমদানি রপ্তানি কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, দেশের রাজস্ব বৃদ্ধিতে হিলি স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ বন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি করা হচ্ছে, যা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে শুধু আমদানির ওপর নির্ভর না করে রপ্তানি কার্যক্রমও বৃদ্ধি করতে হবে।
শনিবার রাতে হিলি স্থলবন্দর, ইমিগ্রেশন চেকপোস্ট, জিরো পয়েন্ট এবং উপজেলা প্রশাসন কার্যালয় পরিদর্শনকালে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, হিলি স্থলবন্দর দেশের রাজস্ব খাত উন্নয়নে বড় অবদান রাখছে। দুর্গাপূজা উপলক্ষে আটদিন বন্ধের পর আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আমদানির পাশাপাশি রপ্তানিও বাড়াতে পারলে দেশের অর্থনীতিতে আরও ইতিবাচক প্রভাব নিয়ে আসা সম্ভব হবে।
তিনি বলেন, রপ্তানি বাড়াতে হলে আমাদের স্থানীয় উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং বিদেশে বাংলাদেশের পণ্যের নতুন বাজার সৃষ্টি করতে হবে। সরকার এ লক্ষ্যে কাজ করছে। বাণিজ্যিক সম্ভাবনাময় হিলি বন্দরকে আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে।
হিলি স্থলবন্দরের বেহাল রাস্তার বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে আমাদের চিফ ইঞ্জিনিয়ার আছেন। তার সঙ্গে কথা বলেছি। কাজ চলছে তবে ধীর গতি। যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা প্রশস্তকরণসহ দ্রত সমস্যার সমাধান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী অতিরিক্ত সচিব মোছা. হুমায়েরা বেগম, উপ-সচিব মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুর এ আলম সিদ্দিকী, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারী ভ’মি কমিশনার মো. সাব্বির হোসেন, হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, ব্যবসায়ী মুশফিকুর রহমানসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে তিনি বন্দর এলাকার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে যুক্ত ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এছাড়া তিনি স্থানীয় প্রশাসনকে বন্দর এলাকার শৃঙ্খলা, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।