টিকটকের লাইসেন্সের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিল ইন্দোনেশিয়া

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৩:৫৩

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বিক্ষোভ সম্পর্কে সরকারের অনুরোধকৃত তথ্য শেয়ার করার পর, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের স্থানীয় অপারেটিং লাইসেন্সের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। 

দেশটির যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় একথা জানিয়েছে।

টিকটক ব্যবহারকারীদের মধ্যে ইন্দোনেশিয়ার স্থান দ্বিতীয় বৃহত্তম। দেশটিতে ১০ কোটিরও বেশি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মন্ত্রণালয় শুক্রবার জানায়, আগস্ট মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় লাইভ ফিচারের কার্যকলাপের পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে ব্যর্থ হওয়ায়, তারা অ্যাপ্সটির অপারেটিং লাইসেন্স ‘সাময়িকভাবে স্থগিত’ করে।

মন্ত্রণালয়ের মহাপরিচালক আলেকজান্ডার সাবার শনিবার রাতে এক বিবৃতিতে বলেন, ‘তবে টিকটক এক দিনেই অনুরোধকৃত তথ্য সরবরাহ করে।’

তিনি আরো বলেন, ‘এই বাধ্যবাধকতাগুলো পূরণের ভিত্তিতে যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় একটি নিবন্ধিত ইলেকট্রনিক সিস্টেম অপারেটর হিসাবে টিকটকের মর্যাদা পুনরায় ফিরিয়ে দিয়েছে।’

টিকটকের এক মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। 
তবে ভিডিও শেয়ারিং অ্যাপ্সটি পূর্বে জানিয়েছিল যে এটি যে সব দেশে কাজ করে, সেখানকার আইনের প্রতি সম্মান জানায়।

এই কোম্পানি ইন্দোনেশিয়ায় একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০