ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার গাজায় বন্দী সকল জিম্মিকে তার দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপার আশা প্রকাশ করেছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এক টেলিভিশন বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আমি আশা করি, আগামী দিনে আমরা সুক্কোতের ছুটির সময়ে আমাদের সকল জিম্মিকে ফিরিয়ে আনতে সক্ষম হব।’
তিনি আরো বলেন, ‘সামরিক ও কূটনৈতিক চাপের কারণে হামাস বন্দীদের মুক্তি দিতে রাজি হয়েছে।’
ইহুদিদের সুক্কোতের ছুটি সোমবার থেকে শুরু হয়ে পরের সোমবার পর্যন্ত চলবে।