রাজবাড়ী, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ প্রতিপাদ্যে আজ রোববার সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়ানোর মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা প্রশাসক। পড়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের আম বাগানে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সুলতানা আক্তার সভায় সভাপতিত্ব করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু জেহাদ আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল, জেলা মাধ্যমিক কর্মকর্তা মো: হাবিবুর রহমান, ভান্ডারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোঃ সিরাজুম মনির, মাধ্যমিক শিক্ষক পরিষদের রাজবাড়ী জেলা শাখার সভাপতি আহসান হাবীব, মাধ্যমিক সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার, রাজবাড়ী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফকির মো. নুরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, শিকক্ষগণ শুধু শিক্ষকই নন, তিনি দেশ গড়ার কারিগর এবং দেশ গঠনের কারিগর। তাদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত না করলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। বর্তমান প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিকতায় গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।
অনুষ্ঠানে জেলার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষক সমাবেশে যোগ দেন।