রংপুর, ৫ অক্টোবর, ২০২৫ ( বাসস) : নারী জাগরণের অগ্রদূত মহীয়সী বেগম রোকেয়ার জন্মভিটায় বিভাগীয় পাঠক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে গতকাল শনিবার (৪ অক্টোরব) দিনব্যাপী রংপুরে বিভাগীয় এ পাঠক সম্মেলন আয়োজন করা হয়।
মিঠাপুকুরের বজলুর রহমান পাঠাগারের আয়োজনে রংপুর বিভাগীয় পাঠক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অঞ্জলিকা সাহিত্যপত্রের সম্পাদক কবি দিলরুবা শাহাদাত। এতে সারাদেশ থেকে ৪ শতাধিক কবি, সাহিত্যিক, লেখক, আবৃত্তি শিল্পী, পাঠক ও পাঠাগার সংগঠকরা অংশ নেন।
রোকেয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বপ্নচুড়া স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান কর্নেল (অব) নেয়ামুল ইসলাম ফাতেমী বীর প্রতীক, মুন্সিগঞ্জের আলমখান-তহুরুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল হালিম খান, কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, কবি, কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক সুফিয়া বেগম, লেখক, সাংবাদিক ও সংগঠক আশফাকুজ্জামান ও বগুড়ার বিশিষ্ট লেখক ও কবি সাংবাদিক রায়হান আহমেদ তালুকদার রানা।
রংপুর বিভাগীয় পাঠক সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নবীর হোসাইন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
সম্মেলনে বক্তারা বলেন, মোবাইল আসক্তি ও আকাশ সংস্কৃতির দাপটে বই বিমুখ হয়ে পড়েছে মানুষ। দেশে অনেক সমৃদ্ধ পাঠাগার থাকলেও বই পড়ার মানুষ নেই।
তারা বলেন, বর্তমানে শিক্ষার্থীরাও বই থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে পাঠকের চাহিদা অনুযায়ী বই পাঠাগারে রাখতে হবে। বই পড়ায় আকৃষ্ট করতে বছরব্যাপী পাঠাগার কেন্দ্রিক নানা প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এ লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।