বরিশালে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১২:৩৯
বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ছবি: বাসস

বরিশাল, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘শিক্ষক পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি’ প্রতিপাদ্যে বরিশালে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।

দিবসটি উপলক্ষে আজ রোববার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশীদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের মূল কারিগর। তাদের সম্মান, মর্যাদা ও প্রণোদনা বৃদ্ধি ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষক, প্রশাসন ও সমাজের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য বলেও মত দেন বক্তারা। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

এর আগে সকাল ৯ টায় বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় সড়ক দুর্ঘটনায় আহত ১২, একজন আশঙ্কাজনক
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বসতি মেলা
সুনামগঞ্জে ভূমিকম্প মোকাবিলায় করণীয় শীর্ষক কর্মশালা 
সন্দেহভাজন বেলুনের কারণে লিথুয়ানিয়ার প্রধান বিমানবন্দর বন্ধ
আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হবে শিগগিরই: চিফ প্রসিকিউটর
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি
ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
দুদকের মামলা থেকে খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়
রাসায়নিক দুর্যোগে হাসপাতালের প্রস্তুতি বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু
টিকটকের লাইসেন্সের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিল ইন্দোনেশিয়া
১০