সন্দেহভাজন বেলুনের কারণে লিথুয়ানিয়ার প্রধান বিমানবন্দর বন্ধ

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৪:৩৯

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : লিথুয়ানিয়ার প্রধান বিমানবন্দর রোববার সন্দেহভাজন একাধিক বেলুন এর কারণে বন্ধ  করা হয়েছে। যা ইউরোপের একটি শহরে বিমান চলাচল ব্যাহত করার সর্বশেষ ঘটনা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সম্প্রতি জার্মানি, ডেনমার্ক, নরওয়ে এবং পোল্যান্ডের বিমানবন্দরগুলো সম্প্রতি অজ্ঞাত ড্রোনের কারণে ফ্লাইট স্থগিত করেছে। রোমানিয়া ও এস্তোনিয়া এ জন্য রাশিয়ার দিকে আঙুল তুলেছে। যদিও রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে।

ভিলনিয়াস বিমানবন্দর জানায়, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ১৬ মিনিটে (১৯১৬ জিএমটি) তারা সরকারি তথ্য পেয়েছে। তাতে বলা হয়েছে যে ‘এয়ার ট্রাফিক সাময়িকভাবে স্থগিত করা হয়েছে’।

তারা ফেসবুকে জানায়, ‘তথ্য অনুযায়ী, সিদ্ধান্তটি সম্ভবত একাধিক বেলুনের কারণে নেওয়া হয়েছে।  

তবে বিবৃতিতে এসব সন্দেহভাজন বেলুন কোথা থেকে এসেছে তা বলা হয়নি।

এতে আর বলা হয়েছে, রোববার স্থানীয় সময় ভোর ৪টা ৩০ পর্যন্ত বিমানবন্দরটির আকাশসীমা বন্ধ থাকবে।

কমপক্ষে ১০টি ফ্লাইটের উপর এর প্রভাব পড়েছে। লন্ডন, ফ্রাঙ্কফুর্ট এবং ভিয়েনাসহ বেশ কয়েকটি দেশের বিমান লাটভিয়ার রাজধানী রিগায় রুট পরিবর্তন করা হয়েছে।

ভিলনিয়াস বিমানবন্দর জানায়, কোপেনহেগেন থেকে আগত একটি ফ্লাইট বোধ্য হয়ে ফিরে যেতে হয়েছে, আর হেলসিংকি যাওয়ার একটি নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সতর্ক করে বলেছে, অন্যান্য বিমানও বিলম্বিত বা বাতিল হতে পারে।’ 

এই সপ্তাহে ড্রোন দেখার কারণে মিউনিখ বিমানবন্দরটি কয়েক দিনের মধ্যে দুবার বন্ধ করে দেওয়ার পর এখানে এটি ঘটল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় কাঠবোঝাই ট্রলি উল্টে চালকের সহকারী নিহত
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৫, বিদ্যুৎ বিভ্রাট
কাপ্তাই হ্রদ থেকে বালু উত্তোলনের দায়ে একলাখ টাকা জরিমানা
নেত্রকোণা শহরের ফুটপাত দখলমুক্তে উচ্ছেদ অভিযান জেলা প্রশাসনের 
সুনামগঞ্জে নিরাপদ মাছ উৎপাদন বিষয়ক সেমিনার 
নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ৪২
রাঙ্গামাটিতে জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা
কুমিল্লায় নতুন প্রকল্প নিয়ে ডিসির মতবিনিময়
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি
আগামীকাল বিসিবির নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
১০