রাজশাহী, ৫ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার বাগমারায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোজাম্মেল হক (৪০) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তারকৃত আসামি রাজশাহীর বাগমারা উপজেলার গঙ্গা নারায়নপুর গ্রামের নাজমুল হকের পুত্র।
র্যাব-৫, সিপিএসসি, র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন চক মিরপুর এলাকায় অভিযান চালিয়ে গতকাল ৪ অক্টোবর (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করে। আজ রোববার সকালে র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, চলতি বছরের ৪ এপ্রিল বাগমারা থানাধীন রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে রাজ্জাক প্রামানিককে ধারালো ছুরি দিয়ে বুকের বা পাশে এলোপাথাড়ি জখম করে হত্যা করে আসামি আমিনুল ইসলাম ওরফে আমিরুল। এরপর হত্যাকারী আমিরুলকে স্থানীয় জনগণ ধাওয়া করে আটক করে। বিষয়টি জানতে পেরে বাগমারা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আসামিকে আটক করে থানায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলে হাতে লাঠি ও ইটসহ অজ্ঞাতনামা প্রায় ১০০০ থেকে ১২০০ জন উত্তেজিত জনতা পুলিশের দিকে এগিয়ে আসে।
তারা দলবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা করে সরকারী কাজে বাধা প্রদান করে এবং পুলিশ সদস্যদের লাঠি ও ইট দ্বারা আঘাত করে জখম করে এবং হত্যাকারী আসামীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। এরপর আসামি আমিরুলকে পরিকল্পিতভাবে লাঠি ও ইট দিয়ে আঘাত করে হত্যা করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর বাগমারা থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যায়।
আসামীদের গ্রেপ্তার করতে র্যাব-৫, সিপিএসসির একটি দল র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহায়তায় প্রতিনিয়ত আসামির গতিবিধি অনুসরণ ও বিশ্লেষণ করছিল। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে গত ২০ মে ২ জন এবং গত ২ জুন নওগাঁর আত্রাই থেকে ১ জন এবং ১৯ জুন নওগাঁর আত্রাই থেকে ১ জন এবং ৯ আগস্ট বাগমারা হতে ১ জনকে গ্রেপ্তার করে। র্যাব অপর আসামিদের ওপর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ৪ অক্টোবর বিকেলে র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ও র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন চক মিরপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের অন্যতম পলাতক আসামি মোজাম্মেল হককে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা নজরদারী চলমান থাকবে। আসামিকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।