সুনামগঞ্জ, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় লালন সাই এর তিরোধান দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা শহর ও উপজেলা থেকে আসা বাউল শিল্পীদের উপস্থিতে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল।
এছাড়াও অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, লেখক সুবাস উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত শিক্ষক রুপশ্রী রায়, বাউল তছকির আলী, শোকলা রায় চৌধুরী, লোকদল শিল্পী গোষ্ঠীর সভাপতি বিধান চন্দ্র বনিক, জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক সেলিম সরকার, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, থিয়েটার সুনামগঞ্জের প্রধান গিয়াস চৌধুরী, সোহেল রানা, শিল্পী রাজু রমজান প্রমুখ।