ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির উদ্যোগে দুর্গাপূজা পুনর্মিলনী অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০৫
হালুয়াঘাটে বিএনপির উদ্যোগে দুর্গাপূজা পরবর্তী পুনর্মিলনী । ছবি: বাসস

ময়মনসিংহ, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির উদ্যোগে দুর্গাপূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ পুনর্মিলনীতে হিন্দু ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তি, দলটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।

সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলা অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা এমরান সালেহ প্রিন্সের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনিও সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে কুশলাদি জিজ্ঞাসা করেন।

অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনের পাশাপাশি অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত বক্তব্যের আয়োজন করা হয়।

পৌর বিএনপির সদস্য উত্তম কুমার সরকার বাবুলের সঞ্চালনায় বক্তব্য দেন হালুয়াঘাট পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক জয়দেব দত্ত, উপদেষ্টা নরেশ চন্দ্র সরকার, সভাপতি দেবতোষ সরকার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অপু সরকার, বর্তমান সাধারণ সম্পাদক সুভাষ সাহা, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, হালুয়াঘাট ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শুভ্রত রেমা, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মন্টি রাণী সরকার, সনাতন যুব সংঘের সভাপতি সঞ্জয় সরকার, শকুয়াই পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন সরকার এবং স্বদেশী পূজা উদযাপন কমিটির সভাপতি হারান ভট্টাচার্য।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তাল গাছের চারা রোপণ করল পুলিশ
সেপ্টেম্বর ছিল ইতিহাসের তৃতীয় উঞ্চতম মাস
জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
স্বৈরাচারবিরোধী আন্দোলনে জেহাদ অবিস্মরণীয় নাম: তারেক রহমান
টাঙ্গাইলে ১০ লাখ ১৬ হাজার ১১২ জন শিশু টাইফয়েড টিকাদানের আওতায় 
ড. তোফায়েল আহমেদের ইন্তেকালে জামায়াতের শোক
লক্ষ্মীপুরে গ্রাম আদালতের সুফল পাচ্ছেন নাগরিকরা, সহজে সেবা পাওয়ায় খুশি 
সারাদেশে ১০ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলছে: মহাপরিচালক
কি থাকছে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে
নওগাঁয় বিশ্ব ডাক দিবস পালিত
১০