লক্ষ্মীপুরে গ্রাম আদালতের সুফল পাচ্ছেন নাগরিকরা

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৪:৩২ আপডেট: : ০৯ অক্টোবর ২০২৫, ১৬:২৪
লক্ষ্মীপুরে ৫৮টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে পারিবারিক কিংবা প্রতিবেশীর সঙ্গে বিরোধ নিষ্পত্তিসহ হচ্ছে । ছবি: বাসস

//আব্বাছ হোসেন//
লক্ষ্মীপুর, ৯ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : লক্ষ্মীপুরে ৫৮টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে পারিবারিক কিংবা প্রতিবেশীর সঙ্গে বিরোধ নিষ্পত্তিসহ হচ্ছে । দেশের প্রচলিত আদালতের আদলে পরিচালিত এ গ্রাম আদালতে ২৯টি ক্যাটারগরির অনুযায়ী ছোট ছোট সমস্যার সমাধান হচ্ছে দ্রুত। 

বিচারপ্রার্থী ও গ্রাম আদালতের চেয়ারম্যানরা বলেন, আদালত বা থানায়  কোন অভিযোগ নিয়ে গেলে সেটা সমাধান হতে সময়ের পাশাপাশি হয়রানীর শিকার হতে হয়। কিন্তু গ্রাম আদালতে সহজে বিরোধ নিষ্পত্তি হওয়ায় খুশি তারা। এতে করে সুফল পাছেন নাগরিকরা। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের দাবী, গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে গত তিনমাসের মূল্যায়নে চট্রগ্রাম ও সিলেট বিভাগে প্রথম হয়েছে লক্ষ্মীপুর। এটি ধরে রাখতে নানা উদ্যোগের কথা বলেন তিনি।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলার ৫৮টি ইউনিয়ন পরিষদে সপ্তাহের নির্ধারিত দিনে গ্রাম আদালতের বিচারপ্রার্থী ও অভিযুক্তরা উপস্থিত হন। দেশের প্রচলিত আদালতের আদলে বিচারকার্য অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদের এ গ্রাম আদালতে। তবে গ্রাম আদালতের বিচারকার্য পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। আর উভয় পক্ষের যুক্তি উপস্থাপন করেন পরিষদের সদস্য এবং বাদী-বিবাদী নিজেরাই। 

তবে ৫ আগষ্টের পর জেলায় ৫৮টি ইউনিয়নের মধ্যে ৩৫টিতে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু কোন প্রশাসক গ্রাম আদালত পরিচালনা করার বিধান না থাকায় প্যানেল চেয়ারম্যান বা দায়িত্বর গ্রাম আদালতের চেয়ারম্যানরা এসব বিচারিক কার্যক্রম পরিচালনা করে থাকেন।  বিনা খরচে খুব দ্রুত সময়ে পারিবারিক ও প্রতিবেশীদের সঙ্গে ছোট ছোট বিরোধ কিংবা জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হওয়ায় খুশি গ্রামবাসী। জেলার ৫৮টি গ্রাম আদালতে জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৬৬৫ অভিযোগের মধ্যে ১৬৩৫টি নিষ্পত্তি করা হয়। গড়ে প্রতি মাসে এসব ইউনিয়নে ১৮৫টি করে অভিযোগ নিষ্পত্তি করা হয়। ৭ অক্টোবর পর্যন্ত ৯৯১টি অভিযোগ নিষ্পত্তির জন্য জমা রয়েছে।

কয়েকজন বিচারপ্রার্থী জানান, প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ ছিল। গ্রাম আদালতে নির্ধারিত ফি দিয়ে আবেদন করে সমস্যার সমাধান পেয়েছেন। আবার কেউ কেউ বলছেন,  থানায় কিংবা আদালতের মাধ্যমে বিচার পেতে অর্থের পাশাপাশি সময় ও নানা হয়রানীর শিকার হতে হয়।   কিন্তু পারিবারিক বিরোধ থেকে শুরু করে নানা বিষয়ে গ্রাম আদালতের মাধ্যমে সহজে হয়রানী ছাড়া বিচার পেয়েছেন। এতে সন্তুষ্ট  বিচার প্রার্থীরা।

লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন জানান, গ্রাম আদালতে সরকার নির্ধারিত ফি প্রদান করে আবেদন করতে হয়। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে বাদী ও বিবাদীকে নোটিশ করে ডাকা হয়। গ্রাম আদালতে উভয় পক্ষের কথা শুনে জুরি বোর্ডের মধ্যে সমস্যার সমাধান করা হয়। সহজে হয়রানী ছাড়াই বিরোধ নিষ্পত্তি করা হয়।  পারিবারিক,যৌতুক,দাক্ষা-হাঙ্গামাসহ ২৯টি ক্যাটাগরিতে গ্রাম আদালতে বিরোধ নিষ্পত্তি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিনের দাবী, গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে গত তিনমাসের মূল্যায়নে চট্রগ্রাম ও সিলেট বিভাগে প্রথম হয়েছে লক্ষ্মীপুর। এটি ধরে রাখতে নানা উদ্যোগের কথা বলেন তিনি। গ্রাম আদালতের কার্যক্রম চালু থাকায় এর সুফল পাচ্ছেন নাগরিকরা।এটি ধরে রাখতে কাজ করা হচ্ছে। যেন কোন মানুষ গ্রাম আদালতে গিয়ে হয়রানীর শিকার না হন, সেদিকে প্রশাসনের দৃষ্টি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে জেলা পর্যায়ে ১৬ লাখ ৩২ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে-সিভিল সার্জন
মুন্সীগঞ্জে চারলাখ ৬৯ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে 
সাবেক অতিরিক্ত সচিব হারুনের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
আরব আমিরাতে ২৫ বন্দির মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ
কঠিন চীবর দান উপলক্ষে রাঙ্গামাটি সেনা রিজিয়নের সমন্বয় সভা
ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া
পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন ইইউ প্রধান
চাঁদপুরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
দেশব্যাপী সকল অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক চালু করেছে এনবিআর
১০