চাঁদপুর, ৯ অক্টোবর ২০২৫ (বাসস) : চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মাধ্যমিকের শিক্ষার্থীদের অংশগ্রহণে চাঁদপুর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা।
বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ক্রীড়া চর্চা শুধু শরীর ও মনের বিকাশই ঘটায় না, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলে। একটি সুস্থ সমাজ ও যোগ্য জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, বর্তমান সরকার অত্যন্ত ক্রীড়াবান্ধব। সরকারী পৃষ্ঠপোষকতায় দেশের প্রতিটি জেলায় ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত জরুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। অন্যানের মধ্যে আরো ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য কে এম সালাহউদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক সংগঠক এম. আর ইসলাম বাবু।
প্রতিযোগিতায় চাঁদপুর জেলার ৮ উপজেলার মাধ্যমিক পর্যায়ের শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন। ফুটবল, দৌড়, লং জাম্প, ব্যাডমিন্টন, ভলিবলসহ নানা ইভেন্টে রয়েছে এই প্রতিযোগিতায়।
সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।