ঝিনাইদহ, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছের চারা রোপণ করা হয়েছে।
আরাপপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বোড়া এলাকায় ২০০টি তালের চারা রোপণ করা হয়।
চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস।
এসময় ওসি জানান, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি থেকে ১০ মাইল পর্যন্ত মহাসড়কের পাশে ২০০টি তাল গাছের চারা রোপণ করা হয়েছে। বজ্রপাত প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এ চারা রোপণ করা হয়।
এসময় আরাপপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।