ফেনী, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রার ৭৪ শতাংশ রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার রাত ১২ টা পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার ৪ শত ৩৭ জনের মধ্যে ৩ লাখ ১৩ হাজার ৮ শত ৮ জন রেজিস্ট্রেশন শেষ করেছে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু ১২ অক্টোবর থেকে। শেষ হবে ১৩ নভেম্বর। ১৮ কর্মদিবসের প্রথম পর্যায়ের ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ও ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী টিকাদান কেন্দ্রে এই ক্যাম্পেইন পরিচালনা হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এ সময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জানান, “৪ লাখ ২৫ হাজার ৪ শত ৩৭ জনের লক্ষ্যমাত্রার ২ লাখ ৯৫ হাজার ১ শত ২৭ জনকে শিক্ষাপ্রতিষ্ঠানে, ১ লাখ ৩০ হাজার ৩ শত ১০ জনকে কমিউনিটি ক্লিনিকে দেওয়া হবে। টিকাদান কার্যক্রম চলবে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।"
তিনি এসময় গুজব প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাশেদুল হাসান, ড. মো. ইমাম হোসেন ও আমির খসরু তারেক।