রংপুর, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : রংপুর মহানগর আওয়ামী লীগের নেতা আলী আকতার জাহাঙ্গীর হোসেন তুহিনকে (৫২) গ্রেপ্তার করেছে কোতোয়ালি মেট্রোপলিটন থানা পুলিশ।
বুধবার বিকেলে শহরের কেরানী পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও হত্যাচেষ্টার তিনটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
জানা গেছে, তুহিন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও অর্থদাতা। তিনি রংপুর মহানগর আওয়ামী লীগের ধর্ম সম্পাদক এবং ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তুহিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতা ও হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি মেট্রোপলিটন থানায় ২টি এবং তাজহাট থানায় ১টি মামলা রয়েছে।
তথ্য নিশ্চিত করে রংপুর কোতোয়ালি মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।