পুতিনের ওপর চীনা নেতা সি চিন পিংয়ের ‘বড় প্রভাব’ থাকতে পারে: ট্রাম্প 

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৬:০৯

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস): দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্র ও চীনের নেতৃত্বের মধ্যে অনুষ্ঠেয় বৈঠকের ক’দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চীনের নেতা সি চিন পিংয়ের ‘বড় প্রভাব’ থাকতে পারে। 

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, তিনি (সি) পুতিনের ও বড় প্রভাব রাখতে পারেন। দেখুন, তিনি একজন সম্মানিত ব্যক্তি। খুব শক্তিশালী নেতা। বিশাল দেশ। হ্যাঁ, তার বড় প্রভাব থাকতে পারে। আর আমরা অবশ্যই রাশিয়া ও ইউক্রেন বিষয়ে আলোচনা করবো।’

পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ওপর ভর করে ইউক্রেন শান্তি চুক্তিতে পৌঁছাতে চেয়েছিলেন ট্রাম্প। তবে বারবার হতাশ হয়েছেন তিনি।

বুধবার ট্রাম্প বলেন, ‘প্রতিবার পুতিনের সঙ্গে আমার ভালো আলোচনা হয়, কিন্তু তারপর আর কিছুই এগোয় না।’

আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে পুতিনের সঙ্গে বৈঠকের কথা ছিল ট্রাম্পের। তবে মঙ্গলবার তিনি সেই বৈঠক বাতিল করেন। বলেন, ‘আমি কোনো অর্থহীন বৈঠক করতে চাই না।’

মস্কোর সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে পূর্ণমাত্রায় আগ্রাসন চালাচ্ছে। এটি বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছেন ট্রাম্প।

তবে রুশ নেতাকে একঘরে করে রাখার পশ্চিমা নীতি থেকে ট্রাম্প সরে আসলেও এখন পর্যন্ত শান্তিচুক্তির পথে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় চোরাচালান পণ্যসহ একজন আটক
সাতক্ষীরায় পুষ্টি ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত
কিছু রাজনৈতিক দল নির্বাচন সঠিক সময়ে হওয়ার পথ আটকে দেওয়ার চেষ্টা করছে : ফখরুল
রংপুরে হিমাগারের নৈশপ্রহরীকে বেঁধে মালামাল লুট
নাচোলে সুধীজনদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়
অক্টোবরের ২২ দিনে রেমিট্যান্স প্রবাহ ৭.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
৫০০ বছরের ইতিহাসে গৌরবময় সোনামসজিদ : দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া
পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৮৬ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও হাইড্রোলিক হর্ন জব্দ
রোগীদের সুস্থতায় চিকিৎসকদের পরম আনন্দ : চসিক মেয়র
১০