ইয়েমেনের সানা ত্যাগ করেছে জাতিসংঘের ১২ কর্মী

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৬:১২

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেনে হুথিদের হাতে আটক জাতিসংঘের ১২ জন আন্তর্জাতিক কর্মী বুধবার বিদ্রোহী-অধিকৃত রাজধানী সানা ছেড়ে চলে গেছে।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত সপ্তাহান্তে ইরান-সমর্থিত হুথিরা রাজধানী সানায় জাতিসংঘের কার্যালয় প্রাঙ্গণে হামলা চালিয়ে ১৫ জন বিদেশীসহ ২০ জন কর্মীকে আটক করে। তাদের মধ্যে গত রোববার পাঁচজন ইয়েমেনি নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।

বিদ্রোহীরা বছরের পর বছর ধরে জাতিসংঘের কর্মী ও ত্রাণকর্মীদের গুপ্তচরবৃত্তির অভিযোগে হয়রানি ও ধরপাকড় করে আসছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাতিসংঘের কর্মীদের ওপর হয়রানি আরো বেড়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আজ ভোরে ইয়েমেনে জাতিসংঘ কার্যালয় প্রাঙ্গণে আটক ১২ জন আন্তর্জাতিক কর্মী জাতিসংঘের মানবিক সাহায্য পরিষেবার একটি ফ্লাইটে সানা ত্যাগ করেছেন।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক এক সংবাদ সম্মেলনে বলেন, তাদের মধ্যে কেউ-কেউ জর্ডানের আম্মানে স্থানান্তরিত হবেন। তবে, ওই কর্মীদের ইয়েমেনে ফিরে যাওয়ার সম্ভাবনা তিনি একেবারে নাকচ করে দেননি।

আটক ১৫ জনের মধ্যে ইয়েমেনে ইউনিসেফের প্রতিনিধি পিটার হকিন্সও ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিছু রাজনৈতিক দল নির্বাচন সঠিক সময়ে হওয়ার পথ আটকে দেওয়ার চেষ্টা করছে : ফখরুল
রংপুরে হিমাগারের নৈশপ্রহরীকে বেঁধে মালামাল লুট
নাচোলে সুধীজনদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়
অক্টোবরের ২২ দিনে রেমিট্যান্স প্রবাহ ৭.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
৫০০ বছরের ইতিহাসে গৌরবময় সোনামসজিদ : দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া
পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৮৬ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও হাইড্রোলিক হর্ন জব্দ
রোগীদের সুস্থতায় চিকিৎসকদের পরম আনন্দ : চসিক মেয়র
শেরপুরে দিনব্যাপী রোবোটিকস কর্মশালা অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার
১০