ইয়েমেনের সানা ত্যাগ করেছে জাতিসংঘের ১২ কর্মী

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৬:১২

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেনে হুথিদের হাতে আটক জাতিসংঘের ১২ জন আন্তর্জাতিক কর্মী বুধবার বিদ্রোহী-অধিকৃত রাজধানী সানা ছেড়ে চলে গেছে।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত সপ্তাহান্তে ইরান-সমর্থিত হুথিরা রাজধানী সানায় জাতিসংঘের কার্যালয় প্রাঙ্গণে হামলা চালিয়ে ১৫ জন বিদেশীসহ ২০ জন কর্মীকে আটক করে। তাদের মধ্যে গত রোববার পাঁচজন ইয়েমেনি নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।

বিদ্রোহীরা বছরের পর বছর ধরে জাতিসংঘের কর্মী ও ত্রাণকর্মীদের গুপ্তচরবৃত্তির অভিযোগে হয়রানি ও ধরপাকড় করে আসছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাতিসংঘের কর্মীদের ওপর হয়রানি আরো বেড়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আজ ভোরে ইয়েমেনে জাতিসংঘ কার্যালয় প্রাঙ্গণে আটক ১২ জন আন্তর্জাতিক কর্মী জাতিসংঘের মানবিক সাহায্য পরিষেবার একটি ফ্লাইটে সানা ত্যাগ করেছেন।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক এক সংবাদ সম্মেলনে বলেন, তাদের মধ্যে কেউ-কেউ জর্ডানের আম্মানে স্থানান্তরিত হবেন। তবে, ওই কর্মীদের ইয়েমেনে ফিরে যাওয়ার সম্ভাবনা তিনি একেবারে নাকচ করে দেননি।

আটক ১৫ জনের মধ্যে ইয়েমেনে ইউনিসেফের প্রতিনিধি পিটার হকিন্সও ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০