
মাদারীপুর, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : মাদারীপুর জেলার সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর এলাকায় অনুষ্ঠিত হলো মহাহরিনাম যজ্ঞানুষ্ঠান।
গতকাল এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে তিনি সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বার্তা তুলে ধরেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ সকল ধর্মের মানুষের মিলিত আবাসস্থল। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমেই গড়ে উঠবে শান্তিপূর্ণ সমাজ।’
এ সময় তিনি এলাকাবাসীর খোঁজ-খবর নেন, সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় জনগণ তার উপস্থিতিতে আনন্দ প্রকাশ করেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন জানান।
বিএনপি’র মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।