গ্রিসে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে নিহত ৪

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৮:৩৫

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : গ্রিসের কোস্টগার্ড আজ সোমবার জানিয়েছে, লেসবস দ্বীপের পাশে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী ছোট একটি নৌকা উল্টে চারজনের মৃত্যু হয়েছে।

অ্যাথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গ্রিসের কোস্টগার্ডের একজন মুখপাত্র জানান, লেসবসের আশেপাশে এজিয়ান সাগরে দুর্ঘটনার শিকার সর্বশেষ নৌকা থেকে সাতজনকে উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ওই এলাকায় প্রবল বাতাস বইছে।

প্রতিবেশী তুরস্ক থেকে ইউরোপে পৌঁছানোর জন্য অভিবাসন প্রত্যাশীদের পছন্দের রুট লেসবস এবং পার্শ্ববর্তী দ্বীপপুঞ্জ চিওস, কোস, লেরোস ও সামোস।

গত সপ্তাহে চিওস উপকূলে কমপক্ষে ২৯ জনকে বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর দুই নারীর মৃতদেহ উদ্ধার হয়। এর আগে ৭ অক্টোবর লেসবস উপকূলে চারজনের মৃতদেহ পাওয়া যায়।

গত শুক্রবার কস থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত তুর্কি রিসোর্ট বোদরামে ১৭ জন ডুবে মারা যায়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগরীয় পথ দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকালে প্রায় ১ হাজার ৪০০ জন মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে চীন: মজিবুর রহমান মঞ্জু
জনদুর্ভোগ ও অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানে দুদকের অভিযান
গাজার সীমান্তবর্তী এলাকা থেকে জরুরি অবস্থা তুলে নিল ইসরাইল
দুদকের তদন্তে ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের বিপুল সম্পদের তথ্য উদঘাটন
আমদানি পণ্যের সুরক্ষায় যৌথ পদক্ষেপ বিজিএমইএ-বিকেএমইএ’র
পুলিশের গুলিতে আমার মা মারা যায়, ছেলে প্যারালাইজড: ট্রাইবুনালে আবেগাপ্লুত সাক্ষী মোস্তাফিজ
জিশানের হাফ-সেঞ্চুরিতে লিড নিল ঢাকা
এনসিএলের ম্যাচ চলাকালীন মারা গেছেন বরিশালের ফিজিও হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল
অ্যাডভোকেট মোসাদ্দেক বশিরের দাফন সম্পন্ন 
১০