খুলনায় নৌবাহিনীর অভিযানে মাদকব্যবসায়ী গ্রেফতার 

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১০:১৭
মাদকব্যবসায়ী গ্রেফতার। ছবি: বাসস

খুলনা, ২৯ অক্টোবর ২০২৫ (বাসস) :  জেলার দিঘলিয়া উপজেলায় নৌবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে মো. আনোয়ারুল (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) রাতে উপজেলার মমিনপুর স্লুইস গেট সংলগ্ন কামারগাতী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

নৌবাহিনীর মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। উক্ত অভিযানকালে দিঘলিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. আনোয়ারুলকে (৩৬) ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। সে ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আসামিকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০