জাতীয় পলিসি প্রতিযোগিতা চবি চ্যাপ্টারের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১

চট্টগ্রাম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ‘জাতীয় পলিসি প্রতিযোগিতা ২০২৫’-এর চবি চ্যাপ্টারের চূড়ান্ত পর্ব বুধবার অনুষ্ঠিত হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)’র সহায়তায় এটি অনুষ্ঠিত হয়।

চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ ও ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তিও উদযাপন করা হয়।

প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল নীতি নির্ধারণ, উন্নয়ন ও নেতৃত্বের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা। এবারের প্রতিযোগিতার বিষয় ছিলো— ‘একটি নতুন দিকে বাংলাদেশ: ভবিষ্যতের জন্য শিক্ষা ও রূপান্তর।’

চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীবান্ধব কার্যক্রম, বিশেষত অ্যাকাডেমিক উদ্যোগগুলো বিশ্ববিদ্যালয়ে আরও বাড়ানোর চেষ্টা চলছে। আজ শিক্ষার্থীরা চমৎকার নীতি প্রস্তাব উপস্থাপন করেছে। এসব প্রস্তাব সরকারের বিবেচনায় নিয়ে বাস্তবায়ন হলে শিক্ষা খাতের উন্নয়ন সম্ভব হবে।’

এ সময় তিনি সরকারের কাছে শিক্ষা কমিশন গঠনসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

চূড়ান্ত পর্বে নির্বাচিত পাঁচটি দল ১৫ মিনিট করে তাদের প্রেজেন্টেশন পেশ করে। তারা শিক্ষা খাতের নানা নীতি প্রস্তাব ও পরিকল্পনা উপস্থাপন করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় টিম এডুকেশন, প্রথম রানারআপ টিম জেনজারি এবং দ্বিতীয় রানারআপ টিম ফিনিক্স। বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ান দলকে ৪৫ হাজার টাকা, প্রথম রানারআপকে ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপকে ১৫ হাজার টাকা পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এনায়েত উল্যা পাটওয়ারী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন, চবি প্রক্টর প্রফেসর হোসেন শহীদ সরওয়ার্দীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০