খুলনা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ‘প্রসেস সেফটি: ম্যানেজিং রিস্ক ইন হাই-হ্যাজার্ড ইন্ডাস্ট্রিজ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিইএওয়ার্ল্ড সাস্টেইনিবিলিটি স্টুডেন্ট ফোরাম-কুয়েট চ্যাপ্টার এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে এ সেমিনারটি বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। তিনি বলেন, ‘বর্তমান শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতির যুগে উচ্চ-ঝুঁকিপূর্ণ শিল্প খাতে নিরাপত্তা ব্যবস্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভবিষ্যতের প্রকৌশলীদের এ বিষয়ে দক্ষতা অর্জন করা জরুরি।’
বিশেষ অতিথি ছিলেন বিইএওয়ার্ল্ড নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আল-ইমরান হোসেন এবং বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ও রামপাল পাওয়ার প্লান্টের ইপিসি টাউনশিপ প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার (সিএফএমসিসি) ইঞ্জিনিয়ার নাজমুল ইসলাম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনার্জি বিইএওয়ার্ল্ড-এর প্রধান সম্পাদক অধ্যাপক ড. মো. ইয়াসির আরাফাত খান। তিনি প্রক্রিয়া নিরাপত্তার (প্রসেস সেফটি) মৌলিক ধারণা, শিল্পখাতে ঝুঁকি মূল্যায়ন, দুর্ঘটনা প্রতিরোধ কৌশল ও আন্তর্জাতিক মানদণ্ডসমূহ তুলে ধরেন।
তিনি আরও বলেন, ‘শিল্পক্ষেত্রে সামান্য অবহেলা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই প্রতিটি ধাপে সচেতনতা ও ঝুঁকি ব্যবস্থাপনা অপরিহার্য।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান যাতে তারা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনে ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল শিখে তা প্রয়োগ করেন।
সেমিনারে কুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আলোচকরা শিল্পকারখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন এবং তরুণ প্রকৌশলীদের গবেষণা ও সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।