বিএনপি নেতার বাসায় পরোয়ানা; এসআই প্রত্যাহার

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১৪:৪৮

ঢাকা, ৯ মে, ২০২৫ (বাসস) : পরোয়ানা নিয়ে গুম থাকা বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় পুলিশ যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়।

এতে বলা হয় এই ঘটনায় মুলতবি ওয়ারেন্ট তামিল করতে যাওয়া পুলিশ দলের নেতৃত্ব দেওয়া এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ডিএমপি’র তেজগাঁও থানার এসআই আকরাম হোসেনের নেতৃত্বে একটি দল মুলতবি ওয়ারেন্ট তামিলের জন্য রাজধানীর তেজগাঁও থানাধীন শাহিনবাগ এলাকায় গমন করে।

এক পর্যায়ে তারা গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তার বাসায় যান।

বিজ্ঞপ্তিতে আরো  জানানো হয়  মুলতবি ওয়ারেন্ট তামিল করতে যাওয়া দলের সদস্যরা সবাই ঢাকা মহানগর পুলিশে নতুন যোগদান করেছে।

তারা জানতো না এটা এক যুগের বেশি সময় ধরে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসা।

অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি সৃষ্টির জন্য সংশ্লিষ্ট এসআই আকরামকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
এ ঘটনার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুঃখ প্রকাশ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সর্বোচ্চ আদালতের রায় ২০ নভেম্বর
পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রিতে
আচরণবিধি গেজেট : এক মঞ্চে ইশতেহার ঘোষণা, বিধিমালা লঙ্ঘনে প্রার্থিতা বাতিল
মাদারীপুরে বাইক-সাইকেলের সংঘর্ষে তরুণ নিহত
ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ভারতের দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের তদন্ত করছে ফরেনসিক দল, নিহত ৮ 
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত
টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে ৭ দিনের কর্মসূচি শুরু 
লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহে জনস্রোত
রুমায় প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ
১০