বিএনপি নেতার বাসায় পরোয়ানা; এসআই প্রত্যাহার

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১৪:৪৮

ঢাকা, ৯ মে, ২০২৫ (বাসস) : পরোয়ানা নিয়ে গুম থাকা বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় পুলিশ যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়।

এতে বলা হয় এই ঘটনায় মুলতবি ওয়ারেন্ট তামিল করতে যাওয়া পুলিশ দলের নেতৃত্ব দেওয়া এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ডিএমপি’র তেজগাঁও থানার এসআই আকরাম হোসেনের নেতৃত্বে একটি দল মুলতবি ওয়ারেন্ট তামিলের জন্য রাজধানীর তেজগাঁও থানাধীন শাহিনবাগ এলাকায় গমন করে।

এক পর্যায়ে তারা গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তার বাসায় যান।

বিজ্ঞপ্তিতে আরো  জানানো হয়  মুলতবি ওয়ারেন্ট তামিল করতে যাওয়া দলের সদস্যরা সবাই ঢাকা মহানগর পুলিশে নতুন যোগদান করেছে।

তারা জানতো না এটা এক যুগের বেশি সময় ধরে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসা।

অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি সৃষ্টির জন্য সংশ্লিষ্ট এসআই আকরামকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
এ ঘটনার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুঃখ প্রকাশ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের গির্জায় ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় পোপের শোক
বিয়েশাদি জন্মদিন সবকিছুতেই ঝালকাঠির পানের কদর
গোবিন্দগঞ্জের কামদিয়ায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি
ভারতের অপরাধের ভিডিওকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ
জগন্নাথপুরে জাতীয়তাবাদী মহিলাদলের কর্মীসভা ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত
টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি 
জুলাই আন্দোলনে আহত ইমরানের পাশে বিএনপি
কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১, বেশ কজন আহত: নগর কর্মকর্তারা
উপজেলা ও থানা আনসার কোম্পানি ঢেলে সাজানো হচ্ছে: মহাপরিচালক
সারাদেশে পুলিশের অভিযানে ১,৬৬২ জন  গ্রেফতার 
১০