ভূমিকম্প ঝুঁকির মাত্রা কমাতে পরিকল্পিত নগরায়ণ গড়ে তুলতে হবে : দুর্যোগ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৭:২৩
আজ বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ইউএনডিপি আয়োজিত একটি ওয়ার্কশপে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক ই আজম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ছবি : বাসস

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, ভূমিকম্প ঝুঁকির মাত্রা কমাতে পরিকল্পিত নগরায়ণ গড়ে তুলতে হবে। ভূমিকম্পের ঝুঁকি কল্পনাতীত নয়। দুর্যোগ প্রস্তুতি ও বন্যা মোকাবিলায় আমাদের সক্ষমতা আন্তর্জাতিকভাবে প্রশংসিত।

আজ বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ইউএনডিপি আয়োজিত ‘ওয়ার্কশপ অন স্টেংথেনিং  মাল্টি-হ্যাজার্ড প্রিপেয়ার্ডনেস: ফোকাস অন আর্থকোএইক অ্যান্ড আরবান রিজিলিআনস- শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে লিখিত বক্তব্যে একথা বলেন।

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, বাংলাদেশ তিনটি বড় ভূ-টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। এ প্রেক্ষাপটে সরকার কম্প্রিহেনসিভ ডিজেস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম ও আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের মতো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

উপদেষ্টা বলেন, সরকার কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় মন্ত্রণালয় ও সহযোগী সংস্থাগুলো ভূমিকম্প পরবর্তী দ্রুত উদ্ধার কার্যক্রম, অনুসন্ধান, চিকিৎসা ও অন্যান্য তৎপরতায় এক সঙ্গে কাজ করবে। এটি স্ট্যান্ডিং অর্ডার ফর ডিজাস্টার (এসওডি)-এর আওতামুক্ত হবে। 

তিনি আরো বলেন, জনসংখ্যায় অতিমাত্রায় ঘনত্ব, শহরে জনসংখ্যায় চাপ, ভৌগোলিক অবস্থান ও বাস্তবতা বিবেচনায় যে কোন ধরনের দুর্যোগ মোকাবিলায় জ্ঞান ও মানের ক্ষতি কমানোর লক্ষ্যে দুর্যোগ ঝুঁকি হ্রাসের সঙ্গে জড়িতদের বাস্তবমুখী কর্ম-পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। ইউএনডিপি’র নেতৃত্বে ট্রেনিং এক্সারসাইজ ও ড্রিল প্রোগ্রাম ভূমিকম্প মোকাবিলায় নগর অনুসন্ধান ও উদ্ধার সক্ষমতা গঠনে ভূমিকা রেখে চলেছে।

কর্মশালায় ভূমিকম্প ও নগর স্থিতিস্থাপকতা বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান।

কর্মশালায় উপস্থিত ছিলেন, বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সোনালি দায়ারাত্নে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক রেজওয়ানুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাশকতা সৃষ্টির লক্ষ্যে বাসে আগুন দিচ্ছে অগ্নি সন্ত্রাসীরা 
আগামী নির্বাচনের পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার চান আবেদনকারীরা
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৫
ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করল পাকিস্তানি তালেবান
ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না : বাণিজ্য উপদেষ্টা
ফায়ার সার্ভিস সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে 
আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা
বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল : রিজভী
ঠাকুরগাঁওয়ের টং দোকানির মেয়ের নিশানায় বাংলাদেশের সোনার স্বপ্ন
নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : আমীর খসরু
১০