অপতথ্য মোকাবিলায় তথ্য সেবাকে জনকল্যাণমুখী করতে তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে: প্রধান তথ্য কর্মকর্তা

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৮:১২
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে 'তারুণ্যের অগ্রযাত্রা ও আগামীর বাংলাদেশ' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস) : তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর বলেন, অপতথ্য মোকাবিলা করে তথ্য সেবাকে জনকল্যাণমুখী করতে তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানে তরুণদের যেমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, তেমনি আগামীর বাংলাদেশ বিনির্মাণেও তাদের একইরকম অংশগ্রহণ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে বুধবার ‘তারুণ্যের অগ্রযাত্রা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান তথ্য অফিসার সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ।
প্রধান তথ্য কর্মকর্তা এসময় সবক্ষেত্রে তরুণদের মতামত ও দৃষ্টিভঙ্গিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারুণ্যের উৎসব বিষয়ে তথ্য অধিদফতর ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান তিনি।

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষাকে তারুণ্যের দৃষ্টিতে দেখলে সফলতা আসবে এবং আমরা এগিয়ে যাব। তারুণ্যের অগ্রযাত্রা বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি তারুণ্যের উৎসব বিষয়ক তথ্য অধিদফতরের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানান।

তথ্য অধিদফতরের কর্মপরিকল্পনা অনুযায়ী সদর দফতর ও আঞ্চলিক তথ্য অফিসসমূহ ‘তারুণ্যের অগ্রযাত্রা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার, আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করবে। এসব ক্ষেত্রে তরুণদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তারুণ্যের অগ্রযাত্রা-বিষয়ক ফিচার ও নিবন্ধ প্রকাশেরও উদ্যোগ নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা
নুরসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি
কাকরাইলে সেনাবাহিনীর ৫ সদস্য আহত: আইএসপিআর
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে কার্গো বোটসহ ৭ পাচারকারী আটক
ভিপি নূরের ওপর হামলার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
উত্তরায় জিয়ার আদর্শ ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় জামায়াত নেতাসহ নিহত ২
অভিযান চালিয়ে ৫শ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবনে মুক্তিপণের টাকা পরিশোধ করে লোকালয়ে ফিরেছে অপহৃত ৭ জেলে
ছাত্রশিবিরের আয়োজনে ১৩তম ইয়ুথ সামিট অনুষ্ঠিত
১০