সেনা অভিযানে কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীরসহ ৪ জন গ্রেফতার 

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১৪:৩৩ আপডেট: : ০৬ জুন ২০২৫, ২০:৫৬

ঢাকা, ৬ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনসহ ৪ জনকে গ্রেফতার করেছে। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, ‘আজ আনুমানিক ভোর চারটায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযানে কুষ্টিয়া জেলার ইবি থানাধীন দুর্বাচারা গ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটন ও তার ঘনিষ্ঠ ৩ জন সহযোগীকে গ্রেফতার করা হয়। 

অভিযানকালে ৬ টি বিদেশি পিস্তল, ১ টি লং ব্যারেল বিদেশি গান, ১০ টি পিস্তল ম্যাগাজিন, ৩৩ রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি, ৫০ রাউন্ড ৭.৬২ এমএম এ্যাম্যুনিশন, ৩৬ রাউন্ড ১২ বোর এ্যাম্যুনিশন , ২১ রাউন্ড খালি কার্তুজ, ১০ টি দেশীয় ধারালো অস্ত্র, ৩ টি অস্ত্রের ক্লিনিং কীট, ১ টি পিস্তল কভার, ৮ টি শীল্ড ও ৬ টি বল্লম উদ্ধার করা হয়।’

আইএসপিআর জানায়, গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় অপরাধের অভিযোগ রয়েছে এবং তারা পেশিশক্তি প্রদর্শন, মারামারি ও সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোর আনুমানিক ৪ টায় অভিযানটি পরিচালনা করা হয়। 

অভিযান দলের দক্ষতায় কোন প্রকার ক্ষয়ক্ষতি ও নাশকতা ছাড়াই অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যেকোনো ধরনের অপরাধ কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তীর এশিয়ান আরচ্যারীর পর্দা উঠছে কাল
লেবাননে ইসরাইলি হামলার নিন্দা জানালো ইরান
বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
আইসিসির অক্টোবরের দৌড়ে মুথুসামি-নোমান ও রশিদ
ডি ককের সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
আকবর-মোসাদ্দেকের নৈপুন্যে শ্রীলংকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
ইন্দোনেশিয়ার রাজধানীতে স্কুলের পাশে বিস্ফোরণে আহত ৫৪
আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ব্যাপক অবদান রাখছেন : প্রধান উপদেষ্টা 
চট্টগ্রামে বাবলা হত্যা মামলা ও গুলির ঘটনায় গ্রেফতার ৬
নির্বাচন সুষ্ঠু করতে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখা জরুরি : এ্যানি
১০