
ঢাকা, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস): লেবাননে ইসরাইলি হামলাকে বর্বর আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান-সমর্থিত হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে তাদের চিরশত্রু ইসরাইলের হামলার পর ইরান আজ নিন্দা জানালো।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক দেশগুলোকে ইসরাইলের যুদ্ধবাজ মনোভাবের মোকাবিলা করার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে বর্বর হামলায় লেবাননের নাগরিকদের শহীদ হওয়ার ঘটনায় সমবেদনাও জানিয়েছে ইরান।
ইসরাইল গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
ইসরাইল ২০২৪ সালের নভেম্বরে লেবাননের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির উদ্দেশ্য হলো— পূর্ববর্তী এক বছরেরও বেশি সময় ধরে চলা শত্রুতা বন্ধ করা। তবে, ইসরাইলের দাবি— হুমকি হিসেবে বিবেচিত হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলার অধিকার তাদের রয়েছে।
ইসরাইল বলেছে, সাম্প্রতিক হামলার লক্ষ্য হলো গোষ্ঠীটিকে নিরস্ত্র রাখা। কারণ, গত বছর তারা তাদের নেতা হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ডসহ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবারের বোমা হামলায় একজন নিহত হয়েছে।