
ঢাকা, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আজ একটি স্কুলের কাছে বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। বিস্ফোরণের কারণ এখনও প্রকাশ করা হয়নি।
জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জাকার্তা পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি জানান, শহরের একটি উচ্চ বিদ্যালয়ের পাশে বিস্ফোরণ ঘটেছে। তিনি বলেন, ‘আমাদের পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৫৪ জন ব্যক্তি আহত হয়েছে।
কিছু ব্যক্তির আঘাত হালকা, কিছু ব্যক্তির আঘাত মাঝারি মাত্রার এবং কয়েকজন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।’
পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং অপরাধস্থলে তদন্ত কার্যক্রম চালাচ্ছে। জাকার্তা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলও সেখানে উপস্থিত রয়েছে এবং বিস্ফোরণের কারণ নির্ণয়ের চেষ্টা করছে।
তিনি বলেন, বিস্ফোরণ এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং ঘটনাস্থলের ব্যাপারে তদন্ত চলছে। জাকার্তা পুলিশের একটি বোম্ব স্কোয়াডও বিস্ফোরণের কারণ নির্ণয়ের চেষ্টা করছে।
আসেপ ইদি বলেন, আহতদের কাছে স্বজনদের পৌঁছাতে সহায়তার জন্য কর্তৃপক্ষ ইতোমধ্যে দুটি হাসপাতালে বুথ স্থাপন করেছে।
তিনি বলেন, ঘটনার কারণ অনুসন্ধান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।