ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর নিকুঞ্জে চার মাস ধরে অটোরিকশামুক্ত জীবন চলছে। এতে জনজীবনে স্বস্তি বিরাজ করছে।
গত ৩০ এপ্রিল থেকে এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ উদ্যোগ সফল হয়। এতে কমেছে যানজট, শব্দদূষণ ও অনিরাপদ চলাচলের ঝুঁকি। পথচারী, বিশেষ করে শিশু ও প্রবীণরা এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।
তবে সম্প্রতি অভিযোগ উঠেছে, একটি কুচক্রী মহল রাজনৈতিক ছত্রছায়ায় থেকে পুনরায় অটোরিকশা চালুর পাঁয়তারা করছে। এ নিয়ে নিকুঞ্জ ১ ও ২ কল্যাণ সমিতি, খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ঐক্যে অর্জিত এ শান্তি কোনো ষড়যন্ত্রে নষ্ট হতে দেওয়া হবে না। খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অটোরিকশা চলার কোন অনুমতি নেই, তাই জনগণের ঐক্য আর আইন-দু’টোই তাদের পক্ষে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বাসসকে বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। নিকুঞ্জে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আর চলতে দেওয়া হবে না। জনগণের স্বার্থ রক্ষায় পুলিশ বদ্ধপরিকর।’
এলাকাবাসীর মতে, নিকুঞ্জে অটোরিকশা বন্ধের এই সফলতা সারাদেশে দৃষ্টান্ত হতে পারে।