বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩১

পরিবেশ রক্ষায় আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে : পরিবেশ উপদেষ্টা

মঙ্গলবার বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : পিআইডি

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অবৈধ পলিথিন উৎপাদন ও পরিবহন বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কার্যকর আইন প্রয়োগ না হলে পরিবেশ ধ্বংস হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

আজ মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষায় আইন প্রয়োগের গুরুত্ব’ শীর্ষক এক কর্মশালায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন দরকার, তবে তা পরিবেশ ও মানবাধিকার রক্ষা করেই হতে হবে। মানুষের সেবা নিশ্চিত করতে পানি ও বায়ুদূষণ রোধে কার্যকর উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে।