বিএনপির ৫২৪ নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩১

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সারাদেশে বিএনপির ৫২৪ জন নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দায়ের করা হয়। বিএনপির মামলা বিষয়ক তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান এ অভিযোগ জমা দেন। তিনি জানান, আন্দোলনে ৫২৪ জন নেতাকর্মীসহ মোট ৮৪৮ জন মারা গেছেন। বাকিরা বিএনপির নেতাকর্মীদের আত্মীয়।

চিফ প্রসিকিউটর বরাবর আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে ধ্বংস ও নিশ্চিহ্ন করার লক্ষ্যে বিএনপি নেতাকর্মী, সমর্থক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও অন্যান্যদের নির্বিচারে গুলি করে, নির্যাতন করে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

বিএনপির পক্ষ থেকে অভিযোগগুলো কমপ্লেইন রেজিস্টারভুক্ত করে আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দ্বারা তদন্ত করে বিচারের ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করা হয়।

পাশাপাশি সারাদেশে বিএনপি নেতাকর্মীদের হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহার প্রসিকিউশন কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রে অচলাবস্থা গড়াল দ্বিতীয় সপ্তাহে
সিলেটে সাদাপাথর লুট ও হত্যা মামলার আসামি আলফু চেয়ারম্যান গ্রেফতার
ভাষাসৈনিক আহমদ রফিকের প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির শ্রদ্ধাঞ্জলি
গাজা হত্যাকাণ্ড ‘একবারের জন্য’ বন্ধের সুযোগকে স্বাগত জাতিসংঘ মানবাধিকার প্রধানের
‘পোলার আইসক্রিম’ ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল কাল
বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের জন্য ফারমার্স কার্ড চালু করা হবে : সুলতান সালাউদ্দিন টুকু
সরকারসহ সকলের সহযোগিতায় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন সম্ভব হয়েছে 
রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৫৬
সিলেট নগরের যানজট নিরসনে এনসিপির ২৭ প্রস্তাব
১০