ক্রিপ্টো কিংপিন আলেকজান্ডার ভিনিককে রাশিয়ার কাছে হস্তান্তর : মার্কিন কর্মকর্তা

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯
মুক্তি পেলেন আলেকজান্ডার ভিনিক। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে মস্কো মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষক মার্ক ফোগেলকে মুক্তি দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রও রাশিয়ার ক্রিপ্টোকারেন্সির কিংপিন আলেকজান্ডার ভিনিককে মুক্তি দিয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন ওই কর্মকর্তা এএফপিকে বলেন, ২০২৪ সালের মে মাসে অর্থ পাচারের ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করা ভিনিককে রাশিয়ার কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার বন্দি বিনিময়কে দুই দেশের মধ্যে কূটনীতি এবং ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য সম্ভাব্য আলোচনার জন্য একটি ইতিবাচক লক্ষণ হিসেবে স্বাগত জানিয়েছে।

বিশেষ করে পুতিনের প্রতি ট্রাম্পের আহ্বান ইউরোপে উদ্বেগের সৃষ্টি করেছে। যারা ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়াকে একটি বড় হুমকি হিসেবে দেখে আসছে।

ফরাসি কারাগার থেকে মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টা পর ২০২২ সালের আগস্টে ভিনিককে গ্রীস থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছিল।

মার্কিন আদালতের নথি অনুসারে, বিটিসি-ই বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলোর মধ্যে একটি। ক্রিপ্টো কিংপিন আলেকজান্ডার ভিনিক এটি পরিচালনা করতেন। যা ৯ বিলিয়ন ডলারেরও বেশি লেনদেন করেছিল। 

মার্কিন বিচার বিভাগ পূর্বে এই এক্সচেঞ্জকে ‘বিশ্বজুড়ে সাইবার অপরাধীরা তাদের অবৈধ কার্যকলাপের অপরাধমূলক আয় স্থানান্তর, পাচার এবং সংরক্ষণের অন্যতম প্রধান উপায়’ বলে অভিহিত করেছিল।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
১০