ক্রিপ্টো কিংপিন আলেকজান্ডার ভিনিককে রাশিয়ার কাছে হস্তান্তর : মার্কিন কর্মকর্তা

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯
মুক্তি পেলেন আলেকজান্ডার ভিনিক। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে মস্কো মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষক মার্ক ফোগেলকে মুক্তি দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রও রাশিয়ার ক্রিপ্টোকারেন্সির কিংপিন আলেকজান্ডার ভিনিককে মুক্তি দিয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন ওই কর্মকর্তা এএফপিকে বলেন, ২০২৪ সালের মে মাসে অর্থ পাচারের ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করা ভিনিককে রাশিয়ার কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার বন্দি বিনিময়কে দুই দেশের মধ্যে কূটনীতি এবং ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য সম্ভাব্য আলোচনার জন্য একটি ইতিবাচক লক্ষণ হিসেবে স্বাগত জানিয়েছে।

বিশেষ করে পুতিনের প্রতি ট্রাম্পের আহ্বান ইউরোপে উদ্বেগের সৃষ্টি করেছে। যারা ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়াকে একটি বড় হুমকি হিসেবে দেখে আসছে।

ফরাসি কারাগার থেকে মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টা পর ২০২২ সালের আগস্টে ভিনিককে গ্রীস থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছিল।

মার্কিন আদালতের নথি অনুসারে, বিটিসি-ই বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলোর মধ্যে একটি। ক্রিপ্টো কিংপিন আলেকজান্ডার ভিনিক এটি পরিচালনা করতেন। যা ৯ বিলিয়ন ডলারেরও বেশি লেনদেন করেছিল। 

মার্কিন বিচার বিভাগ পূর্বে এই এক্সচেঞ্জকে ‘বিশ্বজুড়ে সাইবার অপরাধীরা তাদের অবৈধ কার্যকলাপের অপরাধমূলক আয় স্থানান্তর, পাচার এবং সংরক্ষণের অন্যতম প্রধান উপায়’ বলে অভিহিত করেছিল।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০