পুলিশের বিভিন্ন পর্যায়ের ৮২ জন কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি 

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৭ আপডেট: : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২০

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পুলিশের বিভিন্ন পর্যায়ের ৮২ জন কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 

আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে পুলিশ ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার রয়েছেন।

ওএসডি হওয়া উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আবদুল আলীম মাহমুদ, ডিআইজি এসএম মোস্তাক আহমেদ খান, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, ডিআইজি মিরাজ উদ্দিন আহমেদ, ডিআইজি মো. জাকির হোসেন খান, ডিআইজি  মো. শাহ আবিদ হোসেন, ডিআইজি ইলিয়াস শরীফ, ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ডিআইজি নুরে আলম মিনা ও অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন, মাসুদ আহম্মদ, মারুফ হোসেন সরদার, বিজয় বসাক, ফারুক উল হক, আমির জাফর, হেদায়েতুল ইসলাম, শফিকুর রহমান, মোয়াজ্জেম হোসেন, পুলিশ সুপার জয়নুল আবেদীন, জাহাঙ্গীর মল্লিকসহ ৮২ জন কর্মকর্তা রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে শীর্ষ মাদক কারবারি কামরুল গ্রেপ্তার
বগুড়ায় হানি ট্র্যাপ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
ঝিনাইদহে সারের অবৈধ মজুদে ২ ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যক্তিকে জরিমানা
বগুড়ায় সেপটিক ট্যাংকে মিলল যুবকের মরদেহ
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
১০