পুলিশের বিভিন্ন পর্যায়ের ৮২ জন কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি 

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৭ আপডেট: : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২০

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পুলিশের বিভিন্ন পর্যায়ের ৮২ জন কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 

আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে পুলিশ ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার রয়েছেন।

ওএসডি হওয়া উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আবদুল আলীম মাহমুদ, ডিআইজি এসএম মোস্তাক আহমেদ খান, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, ডিআইজি মিরাজ উদ্দিন আহমেদ, ডিআইজি মো. জাকির হোসেন খান, ডিআইজি  মো. শাহ আবিদ হোসেন, ডিআইজি ইলিয়াস শরীফ, ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ডিআইজি নুরে আলম মিনা ও অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন, মাসুদ আহম্মদ, মারুফ হোসেন সরদার, বিজয় বসাক, ফারুক উল হক, আমির জাফর, হেদায়েতুল ইসলাম, শফিকুর রহমান, মোয়াজ্জেম হোসেন, পুলিশ সুপার জয়নুল আবেদীন, জাহাঙ্গীর মল্লিকসহ ৮২ জন কর্মকর্তা রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের কাছে ২১ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে
যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 
প্রফেসর ড. এম শমসের আলীর মৃত্যুতে বিআইআইটি’র স্মরণসভা ও দোয়া
জমিয়তের সঙ্গে বৈঠক : শিগগিরই নির্বাচনের স্পষ্ট ঘোষণার আশা বিএনপির
জাতি হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না : শিক্ষা উপদেষ্টা
দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার 
প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমাজসেবা কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ
পাকিস্তানের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে : তৌহিদ হোসেন
বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে : তারেক রহমান
১০