নতুন নীতিমালা অনুযায়ী শীঘ্রই সাংবাদিকদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা হবে : উপ-প্রেস সচিব

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৬

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা ২০২৫ অনুযায়ী শীঘ্রই সাংবাদিকদের জন্য প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আজ বৃহস্পতিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আজাদ মজুমদার বলেন, ‘নতুন প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালার আওতায় সাংবাদিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে এসব আবেদন যাচাই-বাছাই করে নতুন কার্ড ইস্যু করা হবে।’

তিনি জানান, নতুন প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু না হওয়া পর্যন্ত পুরোনো প্রেস কার্ড বৈধ থাকবে।

উপ প্রেস সচিব বলেন, নতুন নীতিমালা ঘোষণার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য ডিজিটাল প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা বাধ্যতামূলক, যাতে কেউ এটি জালিয়াতি করতে না পারে।

এক প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, প্রেস কার্ডের মেয়াদ তিন বছর হবে এবং ক্ষতিগ্রস্ত কোনো সাংবাদিক তার অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য আপিল করতে পারবেন।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার 
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
পুলিশের ৯ পরিদর্শক অবসরে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
ক্রীড়া পরিদপ্তর, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএআরআই-এ দুদকের অভিযান
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি
কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড আর নেই
তানজিদের ঝড়ো হাফসেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৪ রান
ডিআরইউ সদস্যদের ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
বাউল আবদুল করিমের শিষ্য বাউল বশির সরকার আর নেই
বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যতে আন্তর্জাতিক সহায়তা কমে আসবে : ড. আনিসুজ্জামান চৌধুরী
১০