মির্জা ফখরুল হাসপাতালে 

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৭:০৬
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা, ৩ মার্চ, ২০২৫ (বাসস): হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দলটির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বার্তা সংস্থা বাসস’কে বলেন, ‘বিএনপি মহাসচিবকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি বলেন, ‘গতকাল রোববার সকালে চিকিৎসকদের পরামর্শে মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে কেবিনে রাখা হযেছে। আজ তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। মহাসচিব এখন সুস্থ আছেন।’

মির্জা ফখরুল ইউনাটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধায়নে আছেন।

হাসপাতালে বিএনপি মহাসচিবের পাশে আছেন তার স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ।

অসুস্থ্যতার খবর পেয়ে দলের নেতা-কর্মী-সমর্থকদের হাসপাতালে ভিড় না করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিারের সদস্যরা। 

লন্ডন থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে দলের মহাসচিবের সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বিএনপি মহাসচিবের সোডিয়াম লেভেল হ্রাস পেয়েছিল এবং তার বুকে কাশি জমাট বাধায় শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। এসব সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদরোগের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।

এরআগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের জন্য এগিয়ে আসতেই নেতাকর্মীদের ধাক্কাধাক্কিতে মেঝেতে বসে পড়ে যান তিনি। পরে ধীরে ধীরে সেখানেই শুয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এমবাপ্পের ৪শ’তম গোলের ম্যাচে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো ফ্রান্স
পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের
সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নতুন নীতিমালা প্রকাশ
খুলনার ডুমুরিয়ায় মৎস্য হাসপাতালের উদ্বোধন
বগুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত 
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬০
শিক্ষা ও গবেষণা বিনিময় : ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সিভাসুর সমঝোতা
এই মুহূর্তে দেশের মানুষের প্রধান চাহিদা উৎসবমুখর নির্বাচন : আমীর খসরু
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৭৭
দলের পারফরমেন্সে খুশি শান্ত
১০