লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে মার্চে ৩টি ফ্লাইট

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৭:১১ আপডেট: : ০৩ মার্চ ২০২৫, ১৮:৪৮

ঢাকা, ৩ মার্চ, ২০২৫ (বাসস): লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে চলতি মাসে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। 

ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামী ১২ মার্চ লিবিয়ার মিসরাতা থেকে একটি ফ্লাইট এবং ১৯ ও ২৬ মার্চ ত্রিপোলি থেকে যথাক্রমে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।

দূতাবাস জানিয়েছে, আইওএম প্রাথমিকভাবে এই তিনটি প্রত্যাবাসন ফ্লাইটের সময়সূচি নির্ধারণ করেছে এবং প্রস্থান ভিসা (খুরুজ নিহাই) প্রাপ্তি ও লিবিয়ার কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

আইওএম এই ফ্লাইটগুলোর মাধ্যমে ত্রিপোলি ও মিসরাতা থেকে নিবন্ধিত অভিবাসীদের প্রত্যাবাসন সহজতর করার লক্ষ্যে কাজ করছে।

এদিকে, ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বেনগাজি থেকে অন্যান্য নিবন্ধিত অভিবাসী ও নতুন আগ্রহীদের নিরাপদে ও দ্রুত দেশে ফেরত আনতে চেষ্টা  চালিয়ে যাচ্ছে।

দূতাবাস সংশ্লিষ্ট সকলকে আশ্বস্ত করে জানিয়েছে, বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য তারা সম্ভাব্য সকল ব্যবস্থা নিচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাংস্কৃতিক কূটনীতি জোরদারে ফিলিপিনো দূতাবাসের নৈশভোজ
হত্যাচেষ্টা মামলায় ডাকসু’র ভিপি প্রার্থী জালালের জামিন
চানখারপুল হত্যা মামলায় ১৩ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
মহিলা অধিদফতরের উদ্যোগে সেলাই মেশিন ও চেক বিতরণ
নবনির্বাচিত ডাকসু নেতাদের প্রতি নাহিদের শুভেচ্ছা
সুনামগঞ্জে প্রেস কাউন্সিলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ফিনল্যান্ডের কাছে বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
নতুন কুঁড়ি সফল করতে রাঙ্গামাটিতে প্রস্তুতি সভা
জাতীয় ফুটবল দল আজ নেপাল থেকে দেশে ফিরতে পারেন
ইসরাইলি প্রেসিডেন্টের সঙ্গে স্টারমারের বৈঠক  
১০