তাইওয়ানের আকাশে ১১টি চীনা বেলুন!

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৩:২৬

ঢাকা, ৭ মার্চ, ২০২৫ (বাসস) : তাইওয়ান দ্বীপের কাছে ২৪ ঘন্টার মধ্যে ১১টি চীনা বেলুন শনাক্ত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে তাইপে থেকে এএফপি এই খবর জানায়।

মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে জানিয়েছে, সকাল ৬টা থেকে (গ্রিনীচ মান সময় বৃহস্পতিবার ২২০০ টায়) ২৪ ঘন্টার মধ্যে বেলুনগুলো দেখা গেছে। বেলুনগুলোর সঙ্গে একই সময়ে তাইওয়ানের কাছে পাঁচটি চীনা সামরিক বিমান ও ছয়টি যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়।

২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত এএফপি’র হিসেব অনুযায়ী, এটি ছিল সর্বোচ্চ সংখ্যক বেলুনের রেকর্ড।

চীন দীর্ঘদিন থেকে গণতান্ত্রিক তাইওয়ানকে তাদের নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে জোর দাবি করে আসছে  এবং দ্বীপটিকে তাদের নিয়ন্ত্রণে আনতে বল প্রয়োগের হুমকি দিয়েছে। তবে তাইওয়ান নিজেদের একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করছে।

সাম্প্রতিক বছরগুলোতে চীন স্ব-শাসিত দ্বীপটির চারপাশে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন বাড়িয়েছে।

গত সপ্তাহে ২৪ ঘন্টার মধ্যে তাইওয়ান দ্বীপের কাছে ৪৫টি চীনা বিমানের উপস্থিতি রেকর্ড করার পর এই বছরের সর্বোচ্চ সংখ্যক বেলুন শনাক্ত করা হলো।

একই সপ্তাহে তাইপে দ্বীপের দক্ষিণে ‘লাইভ-ফায়ার’ মহড়া চালানোর জন্য চীনের নিন্দা করেছে।

তবে বেইজিং একে ‘নিয়মিত প্রশিক্ষণ’-এর অংশ হিসেবে অভিহিত করে তাইওয়ানের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ পাল্টা অভিযোগ আনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের সাম্প্রতিক বিজয়ীরা
সাংবাদিকদের ওপর হামলাকারীকে ছাড় দেওয়া হবে না: পুলিশ সুপার
স্থায়ী কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করল বিসিবি
সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের বিরুদ্ধে দুদকের মামলা, স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ
গাজায় ‘গণহত্যার’ নিন্দা জানালেন ভ্যাটিকানের শীর্ষ কূটনীতিক
নেপালের ভিডিও বাংলাদেশের বলে প্রচার: বাংলাফ্যাক্ট
কৃষিজমি আমাদের জীবিকা, সংস্কৃতি ও অর্থনীতির প্রাণ: ভূমি উপদেষ্টা
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 
চট্টগ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ৪৫টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে চসিক
কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ঢাবি অধ্যাপক মোর্শেদ
১০