তাইওয়ানের আকাশে ১১টি চীনা বেলুন!

বাসস
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৩:২৬

ঢাকা, ৭ মার্চ, ২০২৫ (বাসস) : তাইওয়ান দ্বীপের কাছে ২৪ ঘন্টার মধ্যে ১১টি চীনা বেলুন শনাক্ত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে তাইপে থেকে এএফপি এই খবর জানায়।

মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে জানিয়েছে, সকাল ৬টা থেকে (গ্রিনীচ মান সময় বৃহস্পতিবার ২২০০ টায়) ২৪ ঘন্টার মধ্যে বেলুনগুলো দেখা গেছে। বেলুনগুলোর সঙ্গে একই সময়ে তাইওয়ানের কাছে পাঁচটি চীনা সামরিক বিমান ও ছয়টি যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়।

২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত এএফপি’র হিসেব অনুযায়ী, এটি ছিল সর্বোচ্চ সংখ্যক বেলুনের রেকর্ড।

চীন দীর্ঘদিন থেকে গণতান্ত্রিক তাইওয়ানকে তাদের নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে জোর দাবি করে আসছে  এবং দ্বীপটিকে তাদের নিয়ন্ত্রণে আনতে বল প্রয়োগের হুমকি দিয়েছে। তবে তাইওয়ান নিজেদের একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করছে।

সাম্প্রতিক বছরগুলোতে চীন স্ব-শাসিত দ্বীপটির চারপাশে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন বাড়িয়েছে।

গত সপ্তাহে ২৪ ঘন্টার মধ্যে তাইওয়ান দ্বীপের কাছে ৪৫টি চীনা বিমানের উপস্থিতি রেকর্ড করার পর এই বছরের সর্বোচ্চ সংখ্যক বেলুন শনাক্ত করা হলো।

একই সপ্তাহে তাইপে দ্বীপের দক্ষিণে ‘লাইভ-ফায়ার’ মহড়া চালানোর জন্য চীনের নিন্দা করেছে।

তবে বেইজিং একে ‘নিয়মিত প্রশিক্ষণ’-এর অংশ হিসেবে অভিহিত করে তাইওয়ানের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ পাল্টা অভিযোগ আনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না : শিক্ষা উপদেষ্টা
ফার্নিচার কর্মচারী হত্যা : অভিনেতা সিদ্দিক তিন দিনের রিমান্ডে
একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের ফল প্রকাশ আজ
যশোরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পিআর নয়, জনগণ সরাসরি পদ্ধতিতে নির্বাচন চায় : রুহুল কবির রিজভী
পিএসসি’র নন-ক্যাডার পরীক্ষার প্রশ্ন বিক্রির মূল হোতা গ্রেফতার
ভোলা উপকূলের নদী উত্তাল, অভ্যন্তরীণ ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ 
থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দেওয়ার পদক্ষেপ নিচ্ছেন
বাণিজ্য অনিশ্চয়তা দীর্ঘায়িত হওয়ায় ওয়াল স্ট্রিটের শেয়ারে পতন 
গাজীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাছুর ও ওষুধ বিতরণ
১০