ঢাকা, ১৬ মার্চ, ২০২৫ (বাসস): জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, করদাতাদের জন্য ডিজিটাল পরিষেবা নিশ্চিত করতে রাজস্ব বোর্ড তার সকল কার্যক্রম ডিজিটাইজ করার জন্য একটি মাস্টার প্ল্যান গ্রহণ করেছে।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ভবিষ্যতে এনবিআর’র সকল কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা হবে। আমরা সবকিছু ডিজিটাইজ করব এবং আমরা একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করছি। আমরা সেই অনুযায়ী প্রকল্পও গ্রহণ করেছি এবং আমরা এনবিআর’র প্রতিটি কার্যক্রম ডিজিটাইজেশনে রূপান্তর করব।’
আজ রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের মাল্টিপারপাস সম্মেলন কক্ষে আয়োজিত ই-রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উপায় খুঁজে বের করার বিষয়ে এক কর্মশালায় এক বক্তব্যে আবদুর রহমান এ কথা বলেন।
এনবিআর সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) আবু হান্নান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিএম আবুল কালাম কায়কোবাদ।
রাজস্ব বোর্ড প্রধান বলেন, আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য অনলাইন রিটার্ন জমা দেওয়ার সিস্টেম ১ জুলাই থেকে সক্রিয় হবে।
অনলাইন সিস্টেমে তথ্য সংরক্ষণের উদ্বেগের জবাবে রহমান বলেন, সমস্ত তথ্য সংরক্ষণ করা হবে এবং এনবিআর শেষ পর্যন্ত অনলাইন সিস্টেমটিকে ক্লাউড-ভিত্তিক স্টোরেজ সিস্টেমে রাখবে।
তিনি আরো বলেন, ‘এটি করতে পারলে আশা করি সংরক্ষণের কোনো সমস্যা হবে না।’
আবদুর রহমান খান বলেন, আগামী অর্থবছর (২০২৫-২০২৬ অর্থবছর) থেকে সমস্ত কর্পোরেট রিটার্ন অনলাইন সিস্টেমের মাধ্যমে জমা দেওয়া হবে।
তিনি বলেন, ‘কিছু ব্যতিক্রম ছাড়া আমরা সকলের জন্য অনলাইনে তাদের আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করতে চাই।’
তিনি বলেন, বস্তুনিষ্ঠ মানদণ্ড নিশ্চিত করতে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অডিট নির্বাচনের জন্য স্বয়ংক্রিয়ভাবে ফাইল খুঁজে বের করব। যেখানে মানুষের কোনও স্পর্শ থাকবে না।
এনবিআর অনলাইন রিটার্ন দাখিলে ই-রিটার্ন ব্যবস্থায় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে এ কর্মশালা আয়োজন করেছে।
২০২৪-২০২৫ অর্থবছরের জন্য আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে এনবিআর গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল ব্যবস্থা চালু করেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তি শ্রেণির করদাতাগণ সহজে এবং দ্রুত তাদের ২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলপূর্বক দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকার পত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন।
একই সঙ্গে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করদাতাগণ কর পরিশোধের সুবিধা ও কর সমন্বয়ের সুবিধা পাচ্ছেন।
করদাতাদের চাহিদা ও মতামতের ভিত্তিতে অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া ক্রমশ সহজীকরণ ও অধিকতর করদাতা-বান্ধব করা হয়েছে। ফলে ই-রিটার্ন সিস্টেমটি করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে যার ফলশ্রুতিতে ইতোমধ্যে এ বছর ১৪ লাখ ৯৬ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এবং ১৮ লাখ ৯০ হাজারের বেশি করদাতা ই-রিটার্নের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।
এই সিস্টেমের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা দূর করা গেলে, আগামী কর বছর থেকে সকল করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন বলে এনবিআর আশা করছে।
প্রাথমিকভাবে অনলাইন ট্যাক্স রিটার্ন সকল করদাতার জন্য তাদের ইচ্ছানুযায়ী উন্মুক্ত করা হয়েছিল। কিন্তু, পরবর্তীতে এনবিআর ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত আয়কর সার্কেলের আওতাধীন সরকারি কর্মচারীদের জন্য ও বেসরকারি খাতের কিছু অংশের জন্য এটি বাধ্যতামূলক করে।