ইউনূস ও মোদির বৈঠককে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৪:০২
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ফাইল ছবি

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার বৈঠককে স্বাগত জানিয়েছেন। 

তিনি একে বাংলাদেশ  ও ভারতের সম্পর্কের জন্যে একটি ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে বর্ণনা করেছেন ।

তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট করা এক মন্তব্যে বলেছেন, ‘বাংলাদেশ সার্বভৌম ও সাহসী পররাষ্ট্র নীতির মাধ্যমে বিশ্বমঞ্চে তার ন্যায্য স্থান পুনরুদ্ধার করছে- যা প্রত্যক্ষ, কেন্দ্রীভূত, ভারসাম্যপূর্ণ এবং সূক্ষ্ম।’

রাষ্ট্রদূত বলেছেন, বৃহৎ প্রতিবেশী ভারত বাংলাদেশকে নতুন দৃষ্টিভঙ্গি এবং গভীর বোঝাপড়ার মাধ্যমে স্বীকৃতি দিচ্ছে, এটি উৎসাহব্যঞ্জক।

তিনি আরো বলেছেন, ‘আমি আশা করি ভারত সরকার বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষা উপলদ্ধি করতে পারছে।’

মুশফিকুল বলেন, এই ধরনের কূটনীতি আমাদের অবশ্যই সমুন্নত রাখতে হবে, যা আঞ্চলিক সম্পর্ককে শক্তিশালী এবং বাংলাদেশকে বৈশ্বিক বিষয়ে একটি দৃঢ় ও সম্মানিত অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করে।

তিনি আরো বলেছেন, ‘ভবিষ্যৎ আমাদেরই গঠন করতে হবে।’

উল্লেখ্য, শুক্রবার ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদির মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু 
জুলাইয়ে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক 
গাজা শহর দখলের পরিকল্পনা ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর অনুমোদন 
তিন বছরের মধ্যে সর্বনিম্ন সুদহার নির্ধারণ করল নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক
মাগুরায় ১৫দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু
পুরোনো ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
রাজশাহীতে অটো চাপায় এক নারীর মৃত্যু 
নেতানিয়াহুর তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া
নারীর মৃত্যু নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
১০