সয়াবিন তেলের দাম পুনর্নির্ধাণ করেছে সরকার

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৬:৫৮

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) :  সরকার বোতলজাত ও খোলা উভয় প্রকার সয়াবিন তেলের খুচরা মূল্য পুনর্নির্ধারণ করেছে। খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন এবং পাম তেলের নতুন দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ মঙ্গলবার সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ তথ্য জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর এটা করা হয়েছে আন্তর্জাতিক বাজার দর ও ট্যারিফ কমিশনের নির্ধারিত প্রক্রিয়া মেনে।

তেলের দাম বৃদ্ধির ফলে ভোক্তাদের কিছুটা কষ্ট হবে। এটা সাময়িক উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে আরো বেশি সংখ্যক ব্যবসায়ীদের যুক্ত করা হচ্ছে প্রতিযোগিতামূলক বাজারে দাম কমেও যেতে পারে।

তিনি বলেন, স্থানীয় বাজার থেকে ভোজ্যতেলের জোগান বাড়াতে এরই মধ্যে দুইটি তেল কোম্পানি তেল উৎপাদন শুরু করেছে। আরও ৬-৭টি তেল কোম্পানি তেল উৎপাদনের প্রক্রিয়ায় আসবে খুব তাড়াতাড়ি।

উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটার প্রতি দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা।

ভোজ্যতেলের বাজারমূল্য স্থিতিশীল রাখতে সরকার ইতোপূর্বে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল এবং পাম অয়েলের আমদানির উপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৫ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করে। পাশাপাশি, স্থানীয় উৎপাদন ও বিপণন পর্যায়েও ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়। যার মেয়াদ শেষ গত ৩১ মার্চ শেষ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭১১
জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী
রংপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে গণমাধ্যম কর্মীদের ওরিয়েন্টেশন
রংপুরে বিএনপি নেতা আনিছুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
রুশ হামলায় ইউক্রেনের রাজধানীতে বিদ্যুৎ-পানির সরবরাহ বিচ্ছিন্ন
যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িতদের নিতে অস্বীকৃতি বুরকিনা ফাসোর
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
খাগড়াছড়িতে কঠিন চীবর দান উদযাপন
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল জব্দ
পটুয়াখালীতে কারেন্ট জালে ইলিশ শিকার, ২ জেলের কারাদণ্ড
১০