গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ফখরুল

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২০:০১ আপডেট: : ২৪ এপ্রিল ২০২৫, ০০:৪৩
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।’       

আজ বুধবার গুলশানে বিএনপি’র চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

সভায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সাবেক ও বর্তমান ছাত্রদলপন্থী চিকিৎসকদের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

এ সময় বিএনপি’র মহাসচিব দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

সভায় বিএনপি মহাসচিব বলেন, ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন। দেশের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে ড্যাবকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও জনকল্যাণকর করে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। 

সভায় চিকিৎসকদের মধ্যে অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, অধ্যাপক ডা. মাহামুদুল হক সরকার, অধ্যাপক ডা. সরিফুল ইসলাম মন্ডল, ডা. তোজাম্মেল হক বকুল, ডা. জিয়াঊল হক, ডা. আবু মো. আহসান ফিরোজ, ডা. আশরাফুল ইসলাম ও ডা. মিজানুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কাল
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
হোল্ডিং ট্যাক্স প্রদানে আগামী মে মাসের প্রথম সপ্তাহে কর মেলা আয়োজন করা হবে: ডিএনসিসি প্রশাসক
দৈত্যাকৃতি ক্যাঙ্গারু ‘জলবায়ু বিপর্যয়’-এর কারণে বিলুপ্ত হয়েছে
ব্যবহারকারীর সম্মতি ছাড়া তথ্য চীনা কোম্পানিতে স্থানান্তর করেছে ডিপসিক : সিউল
গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধ একটি যৌথ দায়িত্ব : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দীন
রাঙ্গামাটিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মাদাগাস্কারে ঔপনিবেশিক শাসনের জন্য ‘ক্ষমা প্রার্থনার’ পথে এগোতে চান মাখোঁ
প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে : প্রধান উপদেষ্টা
গণমাধ্যম এখন স্বাধীন, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে : মুহাম্মদ আবদুল্লাহ
১০