কুয়েট শিক্ষার্থীদের দাবি শিগগির পূরণ করা হবে: শিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২০:২১
কুয়েটের অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ছবি: বাসস

খুলনা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস): শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের দাবি খুবই অল্প সময়ের মধ্যে পূরণ করা হবে। বর্তমানে দাবি পূরণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ে যারা যেকোনো ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনা হবে।

তিনি বুধবার বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।

ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন, আর সেজন্যই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ারও আশ্বাস দেন। অধ্যাপক চৌধুরী সকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

উপদেষ্টা আরো জানান, শিক্ষার্থীদের দাবি-দাওয়ার বিষয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটির যে প্রতিবেদন দিবে সে প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী তা দ্রুত বাস্তবায়ন করা হবে।

তিনি অনশন প্রত্যাহার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এ সময় খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, উপ-কমিশনার সাইফুল ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা কুয়েটের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
১০