কুয়েট শিক্ষার্থীদের দাবি শিগগির পূরণ করা হবে: শিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২০:২১
কুয়েটের অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ছবি: বাসস

খুলনা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস): শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের দাবি খুবই অল্প সময়ের মধ্যে পূরণ করা হবে। বর্তমানে দাবি পূরণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ে যারা যেকোনো ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনা হবে।

তিনি বুধবার বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।

ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন, আর সেজন্যই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ারও আশ্বাস দেন। অধ্যাপক চৌধুরী সকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

উপদেষ্টা আরো জানান, শিক্ষার্থীদের দাবি-দাওয়ার বিষয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটির যে প্রতিবেদন দিবে সে প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী তা দ্রুত বাস্তবায়ন করা হবে।

তিনি অনশন প্রত্যাহার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এ সময় খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, উপ-কমিশনার সাইফুল ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা কুয়েটের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহায় ফায়ারসাইড চ্যাটে যোগ দিলেন অধ্যাপক ইউনূস
আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুরু রাজনীতিতে বিশ্বাসী নই: ডা. শফিকুর রহমান
জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগের দেয়া সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি শিবিরের
জনদুর্ভোগ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
বাংলাদেশ এবং ওএফআইডি’র মধ্যে চুক্তি
কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার
সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
তিস্তার পানি প্রশ্নে কোনো ধরনের কূটনৈতিক রাজনীতি হোক তা দেখতে চাই না: তারেক রহমান
রাজউকের ‘টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ও বিল্ডিং কন্সট্রাকশন অ্যাক্ট’ নতুন করে প্রণয়ন করা হবে: পরিবেশ উপদেষ্টা 
১০