আঞ্চলিক অর্থনৈতিক একীকরণে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হাবিব ব্যাংক প্রেসিডেন্টের

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৫:৪৯
হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল)-এর প্রেসিডেন্ট এবং সিইও নাসির সেলিম। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস): হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল)-এর প্রেসিডেন্ট এবং সিইও নাসির সেলিম সম্প্রতি বাংলাদেশে তিন দিনের সরকারি সফর শেষ করেছেন। এসময় তিনি এই অঞ্চলজুড়ে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির জন্য ব্যাংকটির দেয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

সফরকালে মুহাম্মদ নাসির সেলিম গুরুত্বপূর্ণ সরকারি নীতিনির্ধারক, নিয়ন্ত্রক, বিদেশি ও স্থানীয় বিনিয়োগকারী এবং বেসরকারি খাতের জ্যেষ্ঠ নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশ এবং কৌশলগত বৈশ্বিক বাজার, বিশেষ করে চীন, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার যেসব অঞ্চলে এইচবিএল একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক আকার ধারণ করে, তাদের মধ্যে গভীর অর্থনৈতিক সহযোগিতা জোরদার  করাই ছিল এই আলোচনাগুলোর মূল লক্ষ্য।

বাংলাদেশে ৪৫ বছরেরও বেশি সময় ধরে অবস্থানকারী এইচবিএল দেশের ব্যবসায়িক বাস্তুতন্ত্রকে সমর্থন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চীনে এইচবিএল ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে। বেইজিংয়ে ব্যাংকটির একটি শাখা রয়েছে। সেইসঙ্গে এটি দক্ষিণ এশিয়া এবং মিডল ইস্ট এন্ড নর্থ আফ্রিকা (এমইএনএ) অঞ্চলের তিনটি ব্যাংকের মধ্যে একটি যারা এন্ড-টু-এন্ড আরএমবি মধ্যস্থতা করে আসছে।

এই বৈশিষ্ট্য এইচবিএল-কে সীমান্ত পেরিয়ে গ্রাহকদের সাথে সংযোগ স্থাপনে অনন্য এক অবস্থানে নিয়ে গেছে। 

বিশেষ করে চীন-বাংলাদেশ বাণিজ্য সহজতর করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ক্রমবর্ধমান চীন-বাংলাদেশ বাণিজ্য করিডরের নেভিগেশন সহজতর করার জন্য ঢাকায় এইচবিএল-এর চায়না ডেস্ক তার গ্রাহকদের ভাষাগত, রেগুলেটরি এবং ব্যাংকিং সহায়তা প্রদান করে।

কৌশলগত সম্প্রসারণের অংশ হিসাবে এইচবিএল বাংলাদেশে একটি অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) উদ্বোধন করেছে। যা বাংলাদেশি এবং আন্তর্জাতিক গ্রাহকদের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেন এবং আন্তঃসীমান্ত আর্থিক পরিষেবাগুলোকে আরো সহজতর করবে। এর মূল লক্ষ্য হবে দেশের অর্থনৈতিক অঞ্চল এবং রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা থেকে রপ্তানি বৃদ্ধি সহজতর করা।

মুহাম্মদ নাসির সেলিম বলেন, ‘বাংলাদেশ এইচবিএল-এর জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। বাংলাদেশের স্থানীয় এন্টারপ্রাইজগুলোকে আঞ্চলিক বাজারের সাথে সংযুক্ত করার সেতু হিসেবে কাজ করা আমাদের স্ট্র্যাটেজিক ভিশন।’ 

তিনি আরো বলেন, ‘সাপ্লাই চেইনে বাংলাদেশের গ্রাহকদের আওতাকে প্রসারিত করতে এবং নতুন বাজারগুলো, বিশেষ করে চীন, জিসিসি এবং দক্ষিণ এশিয়ার মতো দ্রুত বর্ধনশীল করিডরের মার্কেট ধরার জন্য সহায়তা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং শক্তিশালী করেসপন্ডেন্ট ব্যাংকিং সম্পর্কের মাধ্যমে, এইচবিএল ইতোমধ্যেই বাংলাদেশি কর্পোরেশন এবং ব্যাংকসমূহকে তাদের বিশ্বব্যাপী আওতা প্রসারণে সহায়তা করেছে।

এইচবিএল মূলত তার ক্লায়েন্টদের  ট্রেড ফাইন্যান্স, অ্যাডভাইজরি, স্ট্রাকচার্ড ফাইন্যান্স এবং ট্রেজারি সলিউশন বিষয়ে সবধরনের সাপোর্ট দিয়ে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লায় কর্মীসভা ও গণসংযোগ
মাদারীপুরে ইলিশ সংরক্ষণ অভিযানকালে ২৪ জনের কারাদণ্ড 
চাকসু নির্বাচন : ৫টি ভোটকেন্দ্রে থাকবে ৬০টি গোপন ভোটকক্ষ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৭ অক্টোবর
আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ছিটকে গেলেন এমবাপ্পে
বিমানের নিয়োগ পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ
জুলাই সনদ সইয়ের মাধ্যমে সবাই এক জায়গায় ঐক্যবদ্ধ হবে : শামসুজ্জামান দুদু
জমকালো আয়োজনে ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র
রিমান্ড শেষে কারাগারে নীলফামারীর সাবেক এমপি পাভেল
বাংলাদেশ দলে যোগ দিয়েছেন নাইম
১০