আঞ্চলিক অর্থনৈতিক একীকরণে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হাবিব ব্যাংক প্রেসিডেন্টের

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৫:৪৯
হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল)-এর প্রেসিডেন্ট এবং সিইও নাসির সেলিম। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস): হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল)-এর প্রেসিডেন্ট এবং সিইও নাসির সেলিম সম্প্রতি বাংলাদেশে তিন দিনের সরকারি সফর শেষ করেছেন। এসময় তিনি এই অঞ্চলজুড়ে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির জন্য ব্যাংকটির দেয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

সফরকালে মুহাম্মদ নাসির সেলিম গুরুত্বপূর্ণ সরকারি নীতিনির্ধারক, নিয়ন্ত্রক, বিদেশি ও স্থানীয় বিনিয়োগকারী এবং বেসরকারি খাতের জ্যেষ্ঠ নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশ এবং কৌশলগত বৈশ্বিক বাজার, বিশেষ করে চীন, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার যেসব অঞ্চলে এইচবিএল একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক আকার ধারণ করে, তাদের মধ্যে গভীর অর্থনৈতিক সহযোগিতা জোরদার  করাই ছিল এই আলোচনাগুলোর মূল লক্ষ্য।

বাংলাদেশে ৪৫ বছরেরও বেশি সময় ধরে অবস্থানকারী এইচবিএল দেশের ব্যবসায়িক বাস্তুতন্ত্রকে সমর্থন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চীনে এইচবিএল ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে। বেইজিংয়ে ব্যাংকটির একটি শাখা রয়েছে। সেইসঙ্গে এটি দক্ষিণ এশিয়া এবং মিডল ইস্ট এন্ড নর্থ আফ্রিকা (এমইএনএ) অঞ্চলের তিনটি ব্যাংকের মধ্যে একটি যারা এন্ড-টু-এন্ড আরএমবি মধ্যস্থতা করে আসছে।

এই বৈশিষ্ট্য এইচবিএল-কে সীমান্ত পেরিয়ে গ্রাহকদের সাথে সংযোগ স্থাপনে অনন্য এক অবস্থানে নিয়ে গেছে। 

বিশেষ করে চীন-বাংলাদেশ বাণিজ্য সহজতর করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ক্রমবর্ধমান চীন-বাংলাদেশ বাণিজ্য করিডরের নেভিগেশন সহজতর করার জন্য ঢাকায় এইচবিএল-এর চায়না ডেস্ক তার গ্রাহকদের ভাষাগত, রেগুলেটরি এবং ব্যাংকিং সহায়তা প্রদান করে।

কৌশলগত সম্প্রসারণের অংশ হিসাবে এইচবিএল বাংলাদেশে একটি অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) উদ্বোধন করেছে। যা বাংলাদেশি এবং আন্তর্জাতিক গ্রাহকদের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেন এবং আন্তঃসীমান্ত আর্থিক পরিষেবাগুলোকে আরো সহজতর করবে। এর মূল লক্ষ্য হবে দেশের অর্থনৈতিক অঞ্চল এবং রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা থেকে রপ্তানি বৃদ্ধি সহজতর করা।

মুহাম্মদ নাসির সেলিম বলেন, ‘বাংলাদেশ এইচবিএল-এর জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। বাংলাদেশের স্থানীয় এন্টারপ্রাইজগুলোকে আঞ্চলিক বাজারের সাথে সংযুক্ত করার সেতু হিসেবে কাজ করা আমাদের স্ট্র্যাটেজিক ভিশন।’ 

তিনি আরো বলেন, ‘সাপ্লাই চেইনে বাংলাদেশের গ্রাহকদের আওতাকে প্রসারিত করতে এবং নতুন বাজারগুলো, বিশেষ করে চীন, জিসিসি এবং দক্ষিণ এশিয়ার মতো দ্রুত বর্ধনশীল করিডরের মার্কেট ধরার জন্য সহায়তা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং শক্তিশালী করেসপন্ডেন্ট ব্যাংকিং সম্পর্কের মাধ্যমে, এইচবিএল ইতোমধ্যেই বাংলাদেশি কর্পোরেশন এবং ব্যাংকসমূহকে তাদের বিশ্বব্যাপী আওতা প্রসারণে সহায়তা করেছে।

এইচবিএল মূলত তার ক্লায়েন্টদের  ট্রেড ফাইন্যান্স, অ্যাডভাইজরি, স্ট্রাকচার্ড ফাইন্যান্স এবং ট্রেজারি সলিউশন বিষয়ে সবধরনের সাপোর্ট দিয়ে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
এলডিসি উত্তরণের জন্য স্থিতিশীল নীতি সহায়তা চায় তৈরি পোশাক খাত
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
বিএমইউ এবং এনএসইউর মধ্যে এআই প্রযুক্তি সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর 
সেবা প্রাপ্তি সহজ করতে ৭ দফা নির্দেশনা জারি গণপূর্ত মন্ত্রণালয়ের
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট 
১০