২১ মে থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে নভোএয়ার

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৬:৩১
ফাইল ছবি

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস): কার্যক্রম ১৯ দিন স্থগিত রাখার পর ২১ মে থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে বলে জানিয়েছে দেশের সবচেয়ে পুরোনো বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে আমরা আগামী বুধবার থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করছি।’
এর আগে, গত ২ মে বিমান সংস্থাটি তার পাঁচটি বিমান বিক্রয়ের পরিকল্পনা জানিয়ে সাময়িকভাবে তার কার্যক্রম স্থগিত করে।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমাদের ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসাবে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে সাময়িক এ বিরতির সময় আমরা আমাদের সম্মানিত যাত্রীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অভূতপূর্ব সমর্থন এবং উৎসাহ পেয়েছি।’ 

তিনি আরও বলেন, ‘যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা সবসময় উন্নত যাত্রী পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

এখন নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বিক্রয় অফিস এবং ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট পাওয়া যাচ্ছে।

যাত্রীরা নভোএয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে বুকিং করার সময় - NOVOAIR প্রোমো কোড ব্যবহার করে ১৫% ছাড়ের সুযোগ নিতে পারবেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জবিতে মানসম্পন্ন জার্নালে গবেষণাপত্র প্রকাশ কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের সাইবার সুরক্ষা অধ্যাদেশ মেনে চলার নির্দেশ
সৌম্য-সাইফের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৯৬ রান
এখন সবাই নির্বাচনমুখী : ডিএমপি কমিশনার
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারে যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত : এটর্নি জেনারেল
ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৩
জনরায় মেনে নিয়ে নিজ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন জয়নুল আবদিন ফারুক
ভার্জিনিয়া গিফ্রের স্মৃতিকথা থেকে জানার মতো পাঁচটি বিষয়
বাংলাদেশ থেকে কাঁঠাল-পেয়ারা আমদানিতে আগ্রহী চীন
১০