এনআইডি সংশোধনে সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপনে প্রলুব্ধ না হতে ইসির আহ্বান

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৭:২৩

ঢাকা, ১৫ মে, ২০২৫(বাসস) : সামাজিক যোগাযোগমাধ্যমে এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ ইসির এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

ইসির সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর সংখ্যক ফেসবুক পেজ/ফেক আইডি হতে বিজ্ঞাপন দিয়ে এনআইডি সংক্রান্ত সেবা প্রদানের নামে প্রলুব্ধ করে প্রতারণার ঘটনা ঘটছে; যা অনাকাঙ্ক্ষিত।

প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন সচিবালয় থেকে পরিচালিত বাংলাদেশ ইলেকশন কমিশন সেক্রেটারিয়েট (পেজ লিংক  http://www.facebook.com/@BangladeshECS)  এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) পরিচালিত ন্যাশনাল আইডি কার্ড (পেজ লিংক http://www.facebook.com/bd.nid) এই দু’টি পেজে ভোটার তালিকা হালনাগাদকরণ ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি ও ভিডিও কন্টেন্ট নিয়মিত প্রকাশ করা হয়।

এ দু’টি পেজ ব্যতীত অন্য কোন ফেসবুক পেজে। সামাজিক যোগাযোগমাধ্যমে এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছে নির্বাচন কমিশন।

এনআইডি বিষয়ে যেকোনো সেবা পেতে ১০৫ নম্বর হট লাইনে কথা বলতেও বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০