মালয়েশিয়ায় ট্রাম্প-লুলার বৈঠক নিয়ে আলোচনা চলছে

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৭:০০

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : মালয়েশিয়ায় আসন্ন আঞ্চলিক শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রাজিলের পেসিডেন্ট্র লুইজ ইনাসিও লুলা দা সিলভার মধ্যে বৈঠকের বিষয়ে আলোচনা চলছে। গতকাল বুধবার উভয় দেশের কর্মকর্তারা এএফপি’কে এ কথা জানিয়েছেন। 

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

ট্রাম্পের মিত্র অতি-ডানপন্থী ব্রাজিলের নাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার এবং দোষী সাব্যস্ত হওয়া নিয়ে কয়েক মাসের টানাপোড়েনের পর দুই নেতা তাদের মতপার্থক্য দূর করতে শুরু করেছেন।

রোববার থেকে শুরু হওয়া মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন (আসিয়ান) শীর্ষ সম্মেলনে রিপাবলিকান ট্রাম্প এবং বামপন্থী লুলা উভয়েরই অঙশ নেয়ার কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এএফপি’কে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তাদের বন্ধুত্বপূর্ণ আহ্বানের পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন।’

‘প্রেসিডেন্ট ট্রাম্প মালয়েশিয়ায় অবস্থানকালীন এই ধরনের বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চলছে।’

নাম প্রকাশ না করার শর্তে ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, ‘আমেরিকানদের সাথে সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে আলোচনা চলছে।’

ব্রাজিলকে বলসোনারোর বিরুদ্ধে ‘জাদুকরী শিকার’ হিসেবে অভিহিত করায় শাস্তি দেওয়ার জন্য ট্রাম্প অনেক ব্রাজিলীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং সুপ্রিম কোর্টের একজন শীর্ষ বিচারকসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

২০২২ সালের নির্বাচনে লুলার কাছে হেরে যাওয়ার পর একটি ব্যর্থ অভ্যুত্থানে ভূমিকা রাখার জন্য সেপ্টেম্বরে ব্রাজিলের সুপ্রিম কোর্ট বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেন ।

কিন্তু সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ৭৯ বছর বয়সী দুই নেতার একটি সংক্ষিপ্ত বৈঠকের পর ট্রাম্প এবং লুলার মধ্যে সম্পর্ক তিক্ত হতে শুরু করে।

এরপর তারা ৬ অক্টোবর ফোনে কথা বলেছেন এবং প্রথমে আসিয়ান শীর্ষ সম্মেলনে সাক্ষাতের সম্ভাবনা উত্থাপন করেন।

সেই বৈঠকে লুলা ট্রাম্পকে শুল্ক এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বলেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভূমিসেবা স্বয়ংক্রিয়করণ একটি যুগোপযোগী পদক্ষেপ : ভূমি সচিব
স্পেনে বন্যার এক বছর পর একজনের মরদেহ উদ্ধার : আদালত
রাশিয়ায় গোলাবারুদ কারখানায় বিস্ফোরণে নিহত ১০
নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
খুলনায় জেলা কারাগারের কার্যক্রম শুরু হচ্ছে শনিবার
পীরগঞ্জে অটোভ্যানে ট্রাক্টরের ধাক্কায় দুইজন নিহত
শিক্ষানবীশ ৪ এএসপিকে চাকরি থেকে অপসারণ
সুদানের খার্তুমে বিমানবন্দরে আবারো ড্রোন হামলা
খুবিতে ডিজিটাল সাংবাদিকতায় এআই টুল ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
১০