মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়ানোর আইনি বাধা নেই : আইনজীবী

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১৩:৫৯ আপডেট: : ২২ মে ২০২৫, ১৭:১৪
ইশরাক হোসেন ও মাহবুব উদ্দিন খোকন। কোলাজ : বাসস

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস): রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের ফলে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর আর কোন আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার পক্ষে শুনানি করা আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

সেই সাথে এই আইনজীবী বলেন, মেয়র হিসেবে শপথ পড়াতে গড়িমসি করলে তা হবে আদালত অবমাননা।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদের করা রিটটি ‘নট মেইনটেইনঅ্যাবল’ বলে পর্যবেক্ষণসহ আজ খারিজ করে দেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। অন্যদিকে কোর্ট অফিসার হিসেবে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া আদালতে ইশরাক হোসেনের পক্ষে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। আর রাষ্ট্র পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। সে নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে গত ২৭ মার্চ মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। এরপর গত ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির 
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সম্মিলিত উদ্যোগ জরুরি : পরিবেশ উপদেষ্টা
চট্টগ্রামে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু রোববার
নেত্রকোণার দেওয়ান বাজারে জমে উঠেছে গরু বেচাকেনা
পটুয়াখালীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু
সাভারে অবৈধ রেলিক সিটিতে রাজউকের অভিযান, কার্যক্রম বন্ধ ঘোষণা 
সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত
ডেনমার্কে ২০৪০ সালে অবসরের বয়স হবে ৭০
রোহিঙ্গা শিশুদের জন্য ৬৬৭ মেট্রিক টন খেজুর সৌদি’র কেএসরিলিফের
গাজায় বৃহস্পতিবার ভোর থেকে ইসরাইলি হামলায় নিহত ৫২: বেসামরিক প্রতিরক্ষা সংস্থা
১০