জাতীয় ঈদগাহে ঈদুল আজহা’র প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১৬:৩৪ আপডেট: : ০৩ জুন ২০২৫, ২০:৫৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ জুন, ২০২৫(বাসস) : পবিত্র ঈদুল আযহা’র প্রধান জামাত আগামী ৭ জুন সকাল সাড়ে সাতটায় ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত বায়তুল মুকাররম মসজিদে সকাল আটটায় অনুষ্ঠিত হবে।

আজ এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে বলা হয়েছে, প্রতিবছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বায়তুল মুকাররমে প্রথম জামাত সকাল সাতটায় এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল আটটা, নয়টা, দশটা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত জামাত টেলিভিশনসমূহে সরাসরি সম্প্রচার করা হবে বলে আশা করা হচ্ছে। 

এছাড়া, ঢাকা শহরের প্রসিদ্ধ মসজিদগুলোর ঈদ জামাত ও বৃহত্তর জেলাগুলোর প্রধান জামাতের সময়সূচি ঈদের আগের দিন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি চ্যানেলের মাধ্যমে সর্বসাধারণকে জানানো হবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আড়াইহাজারে ৩৫টি পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
মার্কিন যুদ্ধবিমানের অবৈধ অনুপ্রবেশের নিন্দা ভেনিজুয়েলার
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুতে শারমীন মুরশিদের শোক
গাজাগামী ‘সুমুদ ফ্লোটিলা’ বাধা দেওয়ায় বার্সেলোনায় হাজারো মানুষের বিক্ষোভ
বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিনের মৃত্যুতে মহাসচিবের শোক
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের শোক
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
১০