জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১৯:১৯
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। ছবি: সংগৃহীত

ঢাকা, ৬ জুন, ২০২৫ (বাসস) : প্রতিবারের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পবিত্র ঈদুল আজহার নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। 

প্রথম জামাত হবে সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামায়াত সকাল ১০টায়, পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ড. খলিলুর রহমান মাদানী। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আব্দুল হাদী।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। মুকাব্বির থাকবেন মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ড. মুশতাক আহমদ। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. বিল্লাল হোসেন।

চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মুফতী মো. আব্দুল্লাহ। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আমির হোসেন।

পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির হিসেবে থাকবেন মো. জহিরুল ইসলাম।

এই ৫টি জামাতে কোন ইমাম উপস্থিত না থাকলে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মো. শহিদুল ইসলাম এবং বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রুহুল আমীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগস্টের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে
যুক্তরাষ্ট্র সমর্থিত করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
এশিয়া কাপে খেলতে চান বুমরাহ ও সূর্য
বগুড়ায় আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার
নড়াইলে বছরে উদ্বৃত্ত দুইহাজার মেট্রিক টন মাছ
সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম
মৌসুমের প্রথম ম্যাচেই এ্যাথলেটিকোর হোঁচট
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত
তুরস্কে ৪ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার
মাগুরায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা, পলিথিন জব্দ
১০