জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১৯:১৯
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। ছবি: সংগৃহীত

ঢাকা, ৬ জুন, ২০২৫ (বাসস) : প্রতিবারের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পবিত্র ঈদুল আজহার নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। 

প্রথম জামাত হবে সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামায়াত সকাল ১০টায়, পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ড. খলিলুর রহমান মাদানী। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আব্দুল হাদী।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। মুকাব্বির থাকবেন মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ড. মুশতাক আহমদ। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. বিল্লাল হোসেন।

চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মুফতী মো. আব্দুল্লাহ। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আমির হোসেন।

পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির হিসেবে থাকবেন মো. জহিরুল ইসলাম।

এই ৫টি জামাতে কোন ইমাম উপস্থিত না থাকলে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মো. শহিদুল ইসলাম এবং বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রুহুল আমীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের উৎপাদন ও অবকাঠামো খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে: সিইএবি সভাপতি
আর্ন্তজাতিক অঙ্গনে নিজেকে পরিচিত করে তুলতে চান জয়পুরহাটের নাফিসা
রায়ের পর সন্তোষ প্রকাশ করলেন আইন উপদেষ্টা
রায়ের পর সন্তোষ প্রকাশ করলেন আইন উপদেষ্টা
শ্রীলংকাকে পঞ্চমবারের মত হোয়াইটওয়াশ করল পাকিস্তান
বিশ্বকাপের টিকেট পেল রোনাল্ডো বিহীন পর্তুগাল
সীমান্ত সংঘাত এড়াতে উ. কোরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দ. কোরিয়ার
রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা 
শেরপুরে ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন
তার ছাড়াই একাধিক ডিভাইসে চার্জ দেবে ‘স্মার্ট পাওয়ার বক্স’
১০