যাত্রীদের ঈদ যাত্রার খোঁজ নিতে স্থানীয় সরকার উপদেষ্টার বাস টার্মিনাল পরিদর্শন

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ২০:১৯ আপডেট: : ০৬ জুন ২০২৫, ২০:৪৭
যাত্রীদের ঈদযাত্রার সামগ্রিক খোঁজ নিতে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে বাসে উঠে যাত্রীদের অভিযোগ ও ভোগান্তির খোঁজ নিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

ঢাকা, ৬ জুন, ২০২৫ (বাসস): যাত্রীদের ঈদ যাত্রার সামগ্রিক খোঁজ নিতে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেছেন  অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ।

আজ শুক্রবার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি বাসে উঠে যাত্রীদের বাড়তি ভাড়া আদায় করাসহ বিভিন্ন অভিযোগ শোনেন এবং সকলের ঈদ যাত্রা মসৃণ ও সহজ করতে বাস চালক-হেলপারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পাশাপাশি বাস টার্মিনালে সিসিটিভি এবং নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। 

এছাড়াও সায়েদাবাদ বাস টার্মিনালে সিসিটিভি, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা বাড়তি ভাড়া ফেরত দেওয়ানোসহ বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থাও গ্রহণ করেন। 

এর আগে আজ সকালে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন।

এদিকে, স্থানীয় সরকার উপদেষ্টা আজ শনির আখড়া পশুর হাট পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাটের ইজারাদার এবং পশু ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগস্টের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে
যুক্তরাষ্ট্র সমর্থিত করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
এশিয়া কাপে খেলতে চান বুমরাহ ও সূর্য
বগুড়ায় আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার
নড়াইলে বছরে উদ্বৃত্ত দুইহাজার মেট্রিক টন মাছ
সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম
মৌসুমের প্রথম ম্যাচেই এ্যাথলেটিকোর হোঁচট
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত
তুরস্কে ৪ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার
মাগুরায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা, পলিথিন জব্দ
১০