যাত্রীদের ঈদ যাত্রার খোঁজ নিতে স্থানীয় সরকার উপদেষ্টার বাস টার্মিনাল পরিদর্শন

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ২০:১৯ আপডেট: : ০৬ জুন ২০২৫, ২০:৪৭
যাত্রীদের ঈদযাত্রার সামগ্রিক খোঁজ নিতে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে বাসে উঠে যাত্রীদের অভিযোগ ও ভোগান্তির খোঁজ নিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

ঢাকা, ৬ জুন, ২০২৫ (বাসস): যাত্রীদের ঈদ যাত্রার সামগ্রিক খোঁজ নিতে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেছেন  অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ।

আজ শুক্রবার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি বাসে উঠে যাত্রীদের বাড়তি ভাড়া আদায় করাসহ বিভিন্ন অভিযোগ শোনেন এবং সকলের ঈদ যাত্রা মসৃণ ও সহজ করতে বাস চালক-হেলপারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পাশাপাশি বাস টার্মিনালে সিসিটিভি এবং নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। 

এছাড়াও সায়েদাবাদ বাস টার্মিনালে সিসিটিভি, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা বাড়তি ভাড়া ফেরত দেওয়ানোসহ বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থাও গ্রহণ করেন। 

এর আগে আজ সকালে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন।

এদিকে, স্থানীয় সরকার উপদেষ্টা আজ শনির আখড়া পশুর হাট পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাটের ইজারাদার এবং পশু ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন-কাউন্সিল উপলক্ষ্যে সাত সদস্যের নির্বাচন কমিশন
ফেনীতে তিন মাদক কারবারির কারাদণ্ড
আওয়ামী আমলের জাল ভোটের ভিডিওকে ডাকসু নির্বাচনের বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
কুড়িগ্রাম সীমান্তে সাত দিনে ২ কোটি টাকার পণ্য জব্দ
নাটোরে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’র নির্মাণ কাজ শেষ
ডাকসু নির্বাচনে সংঘর্ষের ভুয়া ভিডিও প্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
শ্যামনগরে অপদ্রব্য পুশ করার সময় চিংড়ি জব্দ
খুবিতে রিসার্চ প্রসেস এন্ড টুলস শীর্ষক কর্মশালা
কাপ্তাই বাঁধের ১৬ গেট দিয়ে সাড়ে তিন ফুট পানি ছাড়
ফেনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
১০