যাত্রীদের ঈদ যাত্রার খোঁজ নিতে স্থানীয় সরকার উপদেষ্টার বাস টার্মিনাল পরিদর্শন

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ২০:১৯ আপডেট: : ০৬ জুন ২০২৫, ২০:৪৭
যাত্রীদের ঈদযাত্রার সামগ্রিক খোঁজ নিতে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে বাসে উঠে যাত্রীদের অভিযোগ ও ভোগান্তির খোঁজ নিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

ঢাকা, ৬ জুন, ২০২৫ (বাসস): যাত্রীদের ঈদ যাত্রার সামগ্রিক খোঁজ নিতে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেছেন  অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ।

আজ শুক্রবার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি বাসে উঠে যাত্রীদের বাড়তি ভাড়া আদায় করাসহ বিভিন্ন অভিযোগ শোনেন এবং সকলের ঈদ যাত্রা মসৃণ ও সহজ করতে বাস চালক-হেলপারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পাশাপাশি বাস টার্মিনালে সিসিটিভি এবং নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। 

এছাড়াও সায়েদাবাদ বাস টার্মিনালে সিসিটিভি, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা বাড়তি ভাড়া ফেরত দেওয়ানোসহ বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থাও গ্রহণ করেন। 

এর আগে আজ সকালে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন।

এদিকে, স্থানীয় সরকার উপদেষ্টা আজ শনির আখড়া পশুর হাট পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাটের ইজারাদার এবং পশু ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী রেলওয়ে হাসপাতালে সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন : টিকেট ১০ টাকা
সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে : রেজিস্ট্রার জেনারেল 
ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান
নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি 
মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা
বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং
ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সঠিক জরিপ অপরিহার্য : ভূমি সচিব
জমকালো আয়োজনে লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৪, আহত ২০
১০